অবশেষে রিলিজ করছে সলমনের 'রাধে'! ট্যুইট করলেন ছবির পোস্টার

আজ মুভির পোস্টার রিলিজ করে ৫৫ বছর বয়সি সুপারস্টার সলমন খান (Salman Khan) লেখেন, 'ইদের কমিটমেন্ট ছিল, ইদেই আসবে। কিঁউ কি একবার জ ম্যায়নে...।' রাধে ছবিটি অ্যাকশন ড্রামা। ছবিটি গত বছরেই ২২ মে রিলিজ করার কথা ছিল। কিন্তু করোনা অতিমারির জেরে বন্ধ হয়ে যায় রিলিজ।

Advertisement
ইদে ফের সলমন খান! রিলিজ করছে 'রাধে', দেখুন পোস্টাররাধে ছবির পোস্টার
হাইলাইটস
  • মে মাসে মুক্তি পাচ্ছে রাধে ছবিটি
  • আজই ঘোষণা করলেন সলমন খান
  • ১৩ মে হলে রিলিজ করছে রাধে

অতিমারীর প্রকোপে দীর্ঘ দিন বন্ধ ছিল বলিউডের হেভিওয়েট তারকাদের ছবি রিলিজ। এবার ফের পর্দায় সলমন খান (Salman Khan)! আজ অর্থাত্‍ শনিবার সুপারস্টার সলমন খান ঘোষণা করলেন, বহু প্রতীক্ষিত ছবি 'রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই' (Radhe: Your Most Wanted Bhai) রিলিজ করছে চলতি বছরের ১৩ মে। ২০২১-এর শুরুতেই সলমন জানিয়েছিলেন, ইদের (Eid 2021) সময়েই তাঁর ছবি রিলিজ করবে। তবে তারিখ বলেননি।

আজ মুভির পোস্টার রিলিজ করে ৫৫ বছর বয়সি সুপারস্টার সলমন খান লেখেন, 'ইদের কমিটমেন্ট ছিল, ইদেই আসবে। কিঁউ কি একবার জ ম্যায়নে...।' রাধে ছবিটি অ্যাকশন ড্রামা। ছবিটি গত বছরেই ২২ মে রিলিজ করার কথা ছিল। কিন্তু করোনা অতিমারির জেরে বন্ধ হয়ে যায় রিলিজ। জি স্টুডিয়োর সিইও সারিক প্যাটেল বলেন, সলমন খানের সঙ্গে কাজ করতে পেরে খুবই উচ্ছসিত। উত্‍সবের মেজাজে অন্যমাত্রা দেবে ছবিটি। ২০২১ সালের অন্যতম বড় মুভি। আমরা দর্শকদের সমর্থন ও ভালোবাসা পাবোই।  ‘Radhe: Your Most Wanted Bhai’ সলমন ভক্তদের পারফেক্ট ইদের উপহার হতে চলেছে।

সলমন খান ফিল্মস-এর এক মুখপাত্র বলেন, 'সিনেমা হলে হাততালি, উল্লাস, সিটি দেওয়ার মতো সেই সময়টা খুব শীঘ্রই ফিরে আসবে। সলমন খানের ছবিতে হলের বাইরে হাউসফুল বোর্ড ঝুলবে।' এই ছবিতে সলমনের সঙ্গে দেখা যাবে দিশা পাটানিকে। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, রণদীপ হুদা। 

করোনার সময়ে বেশির ভাগ সময় পানভেলে ফার্ম হাউসে কাটিয়েছেন। পরে মুম্বই ফিরে বিগ বস-এর শ্যুটিং শুরু করেন। সলমনের সুপারহিট ছবি, ওয়ান্টেড, এক থা টাইগার, কিক, বজরঙ্গি ভাইজান, ভারত-- সব ছবিই ইদেই রিলিজ করেছিল।

POST A COMMENT
Advertisement