Salman Khan- Bigg Boss: 'বিগ বস'-র পরের সিজনের সঞ্চালনা করবেন না সলমন? শেষ দিনে যা ইঙ্গিত দিলেন...

Salman Khan- Bigg Boss: বলিউড ভাইজান সলমন খান শুধু রুপোলী পর্দায় নয়, ছোট পর্দাতেও দারুণ জনপ্রিয়। তিনি বছরের পর বছর ধরে 'বিগ বস' সঞ্চালনা করছেন। বলা যায়, 'বিগ বস' মানেই সলমন খান।

Advertisement
'বিগ বস'-র পরের সিজনের সঞ্চালনা করবেন না সলমন? শেষ দিনে যা ইঙ্গিত দিলেন...

জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস' নিয়ে দর্শকদের উত্তেজনা বরাবর তুঙ্গে থাকে। প্রতি সিজনেই দর্শকদের জন্যে পরতে পরতে যেমন থাকে চমক, তেমনই প্রত্যেকবারই সমালোচনার শীর্ষে ওঠে এই শো।  সদ্য শেষ হয়েছে 'বিগ বস' সিজন ১৮। ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে, ফের আসবে 'বিগ বস'-র পরের সিজন? এরই মধ্যে কিছুটা মন খারাপ এই শোয়ের দর্শকদের। 

বলিউড ভাইজান সলমন খান শুধু রুপোলী পর্দায় নয়, ছোট পর্দাতেও দারুণ জনপ্রিয়। তিনি বছরের পর বছর ধরে 'বিগ বস' সঞ্চালনা করছেন। বলা যায়, 'বিগ বস' মানেই সলমন খান। এই শো দারুণ জনপ্রিয় গত রবিবার 'বিগ বস'-র  সিজন ১৮ শেষ হয়েছে। এবারে বিজয়ী করণবীর মেহরা এবং দ্বিতীয় পেয়েছেন ভিভিয়ান ডিসেনা। শো চলাকালীন সলমন এমন কিছু বলেন, যা নিয়ে তাঁর ভক্তরা চিন্তায় পড়েছেন। 

অভিনেতা বলেন, 'আমি ১৫-১৬টি সিজন হোস্ট করেছি। পরের সিজনে সঞ্চালনা করতে পারব না। আমি আনন্দিত যে আজ এই শোয়ের শেষ দিন। আমি শুধু বিজয়ীর নাম ঘোষণা করে এখান থেকে চলে যাওয়ার অপেক্ষায় আছি।' সলমনের কথা শুনে সেখানে উপস্থিত সকলের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। যদিও অভিনেতা প্রায় প্রতি সিজনেই একথা বলেন মজা করে। তবে এবিষয়ে এবার তিনি মজা করেছেন, নাকি সত্যি বলেছেন,  তা জানা যায়নি। অনুগামীদের আশা যে, সলমন তাদের নিরাশ করবেন না এবং সিজন ১৯ নিয়ে তিনি শীঘ্রই ফিরবেন। এখন অপেক্ষা সময়ের। 

প্রসঙ্গত, গত প্রায় ১৭ বছর ধরে দর্শকের মনে রাজত্ব করছে 'বিগ বস'। বিনোদনের মাত্রা বাড়াতে প্রতিবারই নতুন কিছু চমক নিয়ে আসেন নির্মাতারা। যদিও গত কয়েকটি সিজনে বহু চেষ্টা করেও টিআরপিতে চমক দেখাতে পারেনি। এবার দেখার পরের সিজনে ফের রেটিং চার্টে দাপট দেখা পারে কি না এই শো। 

 

Advertisement

POST A COMMENT
Advertisement