Salman Khan : ভাইজানের ভুল? বালোচিস্তানও আলাদা 'দেশ', সলমনের মন্তব্যে জোর বিতর্ক

পাকিস্তান-বালোচিস্তান নিয়ে সমস্যা দীর্ঘদিনে। পাক সরকার এখন এমনিতেই বালোচিস্তান সমস্যায় জর্জরিত। পাক সেনার উপর বালোচ আর্মির আক্রমণেক কথা প্রায় শোনা যায়। সেই আগুনে ঘি ঢাললেন অভিনেতা সলমন খান।

Advertisement
ভাইজানের ভুল? বালোচিস্তানও আলাদা 'দেশ', সলমনের মন্তব্যে জোর বিতর্কSalman Khan
হাইলাইটস
  • পাকিস্তান ও বালোচিস্তানকে আলাদা দেশ বলে উল্লেখ করলেন সলমান খান
  • যা নিয়ে বিতর্ক তুঙ্গে

পাকিস্তান-বালোচিস্তান নিয়ে সমস্যা দীর্ঘদিনের। পাক সরকার এখন এমনিতেই বালোচিস্তান সমস্যায় জর্জরিত। পাক সেনার উপর বালোচ আর্মির আক্রমণেক কথা প্রায় শোনা যায়। সেই আগুনে ঘি ঢাললেন অভিনেতা সলমন খান। সৌদি আরবের রিয়াধে একটি অনুষ্ঠানে বললেন, পাকিস্তান ও বালোচিস্তান আলাদা দেশ। সলমানের এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নেটিজেনদের একাংশের মতে, ভাইজান জেনেবুঝে একথা বলেছেন। আবার কারও মতে অসাবধানতাবশত। 

রিয়াধের সেই তারকাখচিত অনুষ্ঠানে সলমন ছাড়াও হাজির ছিলেন আমির ও শাহরুখ খান। হিন্দি সিনেমার ফ্যানবেস যে গোটা বিশ্বে ছড়িয়ে আছে তা বোঝাতে অভিনেতা বলেন, 'একটি হিন্দি সিনেমা যদি সৌদি আরবে রিলিজ করানো হয় তাহলে তা সুপারহিট হবে। যদি তামিল, তেলুগু সিনেমা রিলিজ হয় তাহলেও হাজার হাজার কোটি টাকার ব্যবসা করবে। কারণ এখানে বহু মানুষ আসেন। বিভিন্ন দেশ থেকে আসেন। যেমন বালোচিস্তানের মানুষ থাকেন, আফগানিস্তানের মানুষ থাকেন, পাকিস্তানের মানুষ থাকেন। সকল দেশের মানুষ এখানে কাজ করছেন।' 

সলমানেই এই মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল। সাংবাদিক স্মিতা প্রকাশ যেমন এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'আমার জানা নেই সলমান খান মুখ ফস্কে বলেছেন কি না। তবে তিনি পাকিস্তান ও বালোচিস্তানকে আলাদা করে দিয়েছেন এটা দারুণ ব্যাপার।' 

আর এক ইউজারের মতে আবার, না জেনে বুঝে এমন মন্তব্য করেছেন ভাইজান। তিনি লেখেন, 'সলমান খান ইচ্ছে করে নাকি অজ্ঞানতাবশত বলেছেন? সেখানে তো আরও দুই খান উপস্থিত ছিলেন।' 

জেসমিন আহমেদ নামের আর এক ব্যবহারকারী আবার লিখেছেন, 'সলমান খান যখন বালুচিস্তান, আফগানিস্তান, পাকিস্তান বলেছেন তখন তা খুব অর্থবহ। বালুচিস্তান পাকিস্তানের কোনও প্রদেশ নয়। তারা একটি জাতি। বালুচিস্তান আমাদের পরিচয় এবং আমাদের রাষ্ট্র। বালুচিস্তান জনগণের দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক ও জাতিগত পার্থক্য তুলে ধরে।' 

POST A COMMENT
Advertisement