Salman Khan gets fresh threat: আবার সলমনকে খুনের হুমকি, এবারও সেই বিষ্ণোই গ্যাং

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে আবারও হুমকি পেলেন অভিনেতা সলমন খান। মুম্বইয়ের ট্রাফিক কন্ট্রোল রুমে এই হুমকি এসেছে।

Advertisement
আবার সলমনকে খুনের হুমকি, এবারও সেই বিষ্ণোই গ্যাংআবার সলমানকে খুনের হুমকি, এবারও সেই বিষ্ণোই গ্যাং
হাইলাইটস
  • লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে আবারও হুমকি পেলেন অভিনেতা সলমন খান
  • মুম্বইয়ের ট্রাফিক কন্ট্রোল রুমে এই হুমকি এসেছে

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে আবারও হুমকি পেলেন অভিনেতা সলমন খান। মুম্বইয়ের ট্রাফিক কন্ট্রোল রুমে এই হুমকি এসেছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এই হুমকি বার্তা আসে। জানা গিয়েছে, হুমকি বার্তায় সলমন খান ও লরেন্স বিষ্ণোই'-এর ওপর একটি গান লেখা হয়েছে। হুমকিতে লেখা হয়েছে, 'এক মাসের মধ্যে গান লেখা ব্যক্তিকে হত্যা করা হবে, গান লেখকের অবস্থা এমন হয়ে যাবে যে তিনি নিজের নামে গান লিখতে পারবেন না। সলমনের সাহস থাকলে তাঁদের বাঁচান।'

এই বিষয়ে মুম্বইয়ের ওরলি পুলিশ এক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। যে নম্বর থেকে হুমকি এসেছে তা খুঁজে বের করতে ব্যস্ত পুলিশ। তবে এটি কোন গান এবং কার লেখা, এসব তথ্য হুমকি বার্তায় দেওয়া হয়নি।

হুমকির মধ্যেই শুটিংয়ে ব্যস্ত সলমন খান

অভিনেতা তাঁর সিকান্দার ছবির শুটিংয়ে ব্যস্ত। হায়দরাবাদে শুটিং করছেন তিনি। এই কারণে সলমন খান বিগ বসের শুটিংও মিস করেছেন। তাঁর জায়গায় শো হোস্ট করবেন একতা কাপুর ও রোহিত শেঠি। শো-এর প্রোমোও বেরিয়েছে। এর আগেও, সলমনের অনুপস্থিতিতে অন্যান্য সেলিব্রিটিরা রিয়েলিটি শো হোস্ট করেছেন। হুমকি সত্ত্বেও কাজের ক্ষেত্রে আপস না করার সিদ্ধান্ত নিয়েছেন সলমন খান। তিনি কড়া নিরাপত্তার মধ্যেই সিনেমা এবং বিগ বসের শুটিং করছেন। সিকান্দার ছবিতে সলমনের সঙ্গে দেখা যাবে রশ্মিকা মান্দানাকে।

শাহরুখকে হুমকি

এর আগে ৫ নভেম্বর বান্দ্রা থনায় ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে শাহরুখ খানকে। শাহরুখকে হুমকি-বার্তা দেওয়ার পর নড়েচড়ে বসে পুলিশ। মুম্বইয়ের বান্দ্রা থানায় দায়ের হয়েছে মামলা। পুলিশ কলারকে শনাক্ত করেছে। রায়পুরকে ওই ফোনটি এসেছিল। ফোনের অপর প্রান্তের কণ্ঠস্বর বলে,'শাহরুখ খান নিজের জীবন বাঁচাতে চাইলে কোটি টাকা দিন। অন্যথায় তাঁর পরিণতি ভোগ করতে হবে।'

ফোন নম্বরটি ট্র্যাক করে অ্যাডভোকেট ফয়জান খানের খোঁজ করা হয়েছিল। তিনি দাবি করেন যে তিনি শাহরুখ খানের বিরুদ্ধে ১৯৯৪ সালের সিনেমা 'আনজাম'-এ একটি হরিণ শিকারের সংলাপের জন্য মামলা করেছিলেন বলে তাকে ফাঁসানো হয়েছে। ফয়জান খান ছত্তিশগড়ের রায়পুরের একজন আইনজীবী। তিনি দাবি করেছেন যে তার ফোনটি ২ নভেম্বর চুরি হয়েছে, এবং তিনি ইতিমধ্যেই চুরির বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, যে তাঁর ফোন চুরি করেছে, শাহরুখকে সেই হুমকি দিয়েছে। জিজ্ঞাসাবাদের সময়, ফয়জান খান নিজেকে নির্দোষ বলে বারবার দাবি করেছেন। তিনি বলেন, হুমকি কলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই এবং কেউ তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে। তিনি শাহরুখ খানের বিরুদ্ধে দায়ের করা একটি পূর্বের অভিযোগও প্রকাশ করেছিলেন। তাঁর অভিযোগ, অভিনেতা ধর্মীয় গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করেছিলেন। বান্দ্রা থানায় দায়ের করা অভিযোগে ১৯৯৪ সালের আনজাম চলচ্চিত্রের একটি দৃশ্যের উল্লেখ করা হয়েছে, যেখানে শাহরুখ খানের চরিত্রটি তার ভৃত্যকে তার গাড়িতে একটি হরিণের লাশ সম্পর্কে কিছউ বলতে দেখা যায়। ইন্ডিয়া টুডে-র সঙ্গে কথা বলার সময়, ফয়জান খান বলেন, "আমার ফোন হারিয়ে গিয়েছে, আমি ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের করেছি। আজ, মুম্বই পুলিশ আমার বাড়িতে এসেছিল এবং তারা কল সম্পর্কে জিজ্ঞাসা করছে। আমি তাদের জানিয়েছি যে 'আমি একজন আইনজীবী, আমার ফোন হারিয়ে গিয়েছে, আর কে ফোন করেছে আমি জানি না।"

Advertisement

POST A COMMENT
Advertisement