সলমন খানের নিরাপত্তায় বড়সড় ফাঁক! পর পর ২ দিন ২ জন সলমনের বাড়িতে ঢুকে পড়লেন। ইন্ডিয়া টুডে সূত্রে খবর, এক পুরুষ ও এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। মুম্বইয়ে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে কড়া নিরাপত্তার মধ্যেও কীভাবে দু'জন পর পর ২দিন ঢুকলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গিয়েছে, গত ২০ মে সলমনের বাড়িতে ঢোকেন ছত্তীশগড়ের বাসিন্দা জীতেন্দ্র কুমার সিং। তাঁকে গ্রেফতার করা হয়েছে। বলি সুপারস্টারের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে ওই যুবক ঢোকেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। ঠিক তার পরের দিনই ২১ মে এক মহিলা সলমনের বাড়িতে ঢোকেন। তাঁকেও গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। ঠিক কী উদ্দেশ্যে ওই দুই জন বলি তারকার বাড়িতে ঢুকলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্রের খবর, ওই যুবককে সেদিন সকাল পৌনে ১০টা নাগাদ প্রথম আটকায় সলমনের বাড়ির নিরাপত্তায় মোতায়েন থাকা পুলিশ। ওই যুবককে সেখান থেকে চলে যেতে বলা হয়। কিন্তু নিজের ফোন ছুড়ে ফেলে উত্তেজনার সৃষ্টি করেন ওই যুবক। পরে ওই আবাসনেরই এক বাসিন্দার গাড়িতে চড়ে আবার সন্ধ্যায় ফিরে আসেন। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তাঁকে ধরা হয়। পরে বান্দ্রা পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়। পুলিশকে ওই যুবক বলেছেন, 'আমি সলমন খানের সঙ্গে দেখা করতে চাই। কিন্তু পুলিশ ঢুকতে দিচ্ছে না। তাই লুকানোর চেষ্টা করেছিলাম।'
প্রসঙ্গত, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই দলের নিশানায় রয়েছেন সলমন। একাধিক বার প্রাণনাশের হুমকিও পেয়েছেন সলমন। সেই সূত্রেই সুপারস্টারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সলমনের বাড়ির কাচের জানলা বুলেটপ্রুফ করা হয়েছে সম্প্রতি। এই আবহে সলমনের বাড়িতে যে ভাবে পর পর ২দিন ২ জন ঢুকলেন, তাতে তাঁর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হল বলেই মনে করা হচ্ছে।
বিষ্ণোইয়ের হিটলিস্টে সলমন
১৯৯৮ সালে রাজস্থানে 'হাম সাথ সাথ হ্যায়' ছবির শুটিংয়ের সময় ২টি কৃষ্ণসার হরিণ শিকার করেন বলে অভিযোগ ওঠে সলমন খানের বিরুদ্ধে। বিষ্ণোই সম্প্রদায়ের কাছে কৃষ্ণসার হরিণ অত্যন্ত পবিত্র। ফলে ওই ঘটনায় সলমনের উপর রেগে যান লরেন্স বিষ্ণোই। পরে অবশ্য ওই মামলায় জামিন পান সুপারস্টার। ঘটনার সময় লরেন্সের বয়স ছিল মাত্র ৫ বছর। সেই সময় থেকেই সলমনকে টার্গেট করেছেন বিষ্ণোই।
গত কয়েক বছরে বিষ্ণোই দলের কাছ থেকে একাধিক বার হুমকি পেয়েছেন সলমন। বাবা সিদ্দিকির হত্যার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। তার পর থেকেই সলমনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। গত বছরের জুন মাসে পানভেল ফার্মহাউসের কাছে সলমনকে হত্যার ছক বানচাল করেছিল মুম্বই পুলিশ। সেই সময় সলমনকে খুনের ছক কষেছিল লরেন্সের দলবল। তার আগে বান্দ্রায় সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইকে গুলি চালায় দুই দুষ্কৃতী। সলমনের বাবা সেলিম খানকেও হুমকি দেওয়া হয়েছিল।