আগে অভিনেতা সলমন খানকেই খুন করার পরিকল্পনা ছিল বলে স্বীকারোক্তি বাবা সিদ্দিকীর শ্যুটারের। মাত্র কয়েক মাস আগে এনসিপি নেতা ও সলমনের ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকীকে খুন করা হয়। জানা যায় সলমনকেও হত্যার পরিকল্পনা করেছিল এই গ্যাং।
অভিযুক্তরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হিটলিস্টে সলমন খানের নামও ছিল। তবে কঠোর নিরাপত্তার কারণে শ্যুটার অভিনেতার কাছে পৌঁছতে পারেনি। ক্রমাগত হুমকি দেওয়ায় তাঁকে উচ্চ নিরাপত্তা দেওয়া হয়েছে। অভিনেতারা সবসময় নিরাপত্তার আড়ালে যে কোনও জায়গায় যান।
শ্যুটিং সাইটে পৌঁছয় এক ব্যক্তি
গতকালই খবর এসেছিল, সলমনের শুটিং সাইটে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়ে। সন্দেহজনক অবস্থায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে সে হুমকি দেয়, আমি কি বিষ্ণোইকে বলব? এরপরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য শিবাজি পার্ক থানায় নিয়ে যাওয়া হয়। দাদার পশ্চিমে সলমনের শুটিং চলছিল। নিরাপত্তা কর্মীরা তাকে বাধা দিলে সংঘর্ষ শুরু হয় এবং সে রাগে লরেন্স বিষ্ণোইয়ের নাম নেন।
বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ড
উল্লেখ্য, গত ১২ অক্টোবর খুন হন বাবা সিদ্দিকী। পুলিশ অপরাধের স্থান থেকে দু'জন শ্যুটার ধরমরাজ কাশ্যপ এবং গুরাম সিংকে গ্রেফতার করেছিল। কিন্তু মূল শ্যুটার শিব কুমার গৌতম পালাতে সক্ষম হয়। পরে তাকে বাহরাইন জেলার নানপাড়া থেকে গ্রেফতার করা হয়। পুলিশ হেফাজতে শিব অনেক তথ্যই জানায়।
জানা গেছে, গত কয়েক মাস ধরে ক্রমাগত প্রাণনাশের হুমকি পাচ্ছেন সলমন। যে কারণে এক মুহূর্তের জন্যও সলমনের চারপাশ থেকে নিরাপত্তাকর্মীরা সরেন না। শুটিংও সেই অনুযায়ী নির্ধারিত রয়েছে।