ধর্মার হাত ধরে বলিউডে পা রাখছেন সঞ্জয়-কন্যা শানায়া

করণ জোহরের (Karan Johar) ধর্মা প্রোডাকশন (Dharma Productions) আজ একটি সোশাল পোস্টের মাধ্যমে এ খবর জানায়। আগামী জুলাই মাস থেকে ছবির শুটিং শুরু হচ্ছে। এই পরিবার থেকে বহু স্টার বলিউডে পা রেখেছেন। জাহ্নবি, অর্জুন, সোনমের পর এ বার শানায়া নিজের বলিউড সফর শুরু করছেন।

Advertisement
ধর্মার হাত ধরে বলিউডে পা রাখছেন সঞ্জয়-কন্যা শানায়াশানায়া কাপুর
হাইলাইটস
  • এই পরিবার থেকে বহু স্টার বলিউডে পা রেখেছেন
  • জাহ্নবি, অর্জুন, সোনমের পর এ বার শানায়া নিজের বলিউড সফর শুরু করছেন

বাবা সঞ্জয় কাপুর এবং দুই জ্যাঠা অনিল কাপুর এবং বনি কাপুরের দেখানো পথে বলিউডে পা রাখতে চলেছেন সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর (Shanaya Kapoor)। করণ জোহরের (Karan Johar) ধর্মা প্রোডাকশন (Dharma Productions) আজ একটি সোশাল পোস্টের মাধ্যমে এ খবর জানায়। আগামী জুলাই মাস থেকে ছবির শুটিং শুরু হচ্ছে। এই পরিবার থেকে বহু স্টার বলিউডে পা রেখেছেন। জাহ্নবি, অর্জুন, সোনমের পর এ বার শানায়া নিজের বলিউড সফর শুরু করছেন।

খবরে যথেষ্ট উচ্ছ্বসিত শানায়া নিজেও। তিনিও সোশাল পোস্টে খবরের সত্যতা স্বীকার করে লেখেন, 'ঘুম ভাঙলো দারুণ খুশি নিয়ে। ধর্মা কর্নারস্টোন এজেন্সি পরিবারে যুক্ত হতে পেরে অত্যন্ত খুশি। দারুণ একটা সফরের সূচনা হতে চলেছে। এ বছর জুলাই মাসে আমার প্রথম ছবি শুরু হচ্ছে ধর্মা প্রোডাকশনসের সঙ্গে। অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে আপনাদের দেখানোর জন্য শুটিংয়ের শেষে কী অপেক্ষা করে আছে। সঙ্গে থাকুন। #DCASquad.'

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

 

শানায়াকে অভ্যর্থনা করে করণ জোহরও একটি পোস্ট করেন। এর আগে তাঁর হাত ধরে বলিউডে পা রেখেছেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, জাহ্নবি কাপুরের মতো তারকারা। তার পর অনন্যা পাণ্ডে, তারা সুতারিয়ার মতো উঠতি তারকাদের বলিউডে জায়গা করে দিয়েছেন করণ। তিনি লেখেন, '#DCASquad-এ তোমায় স্বাগত জানাই শানায়া। এটা একটা কখনও না ভোলার এক্সাইটিং সফর হতে চলেছে। জুলাই থেকে ধর্মা প্রোডাকশনসে নতুন ছবির শুটিংয়ের মাধ্যমে যা শুরু হবে।'

 

POST A COMMENT
Advertisement