রণবীরের পর কোভিডে আক্রান্ত সঞ্জয় লীলা বনশালী

অভিনেতা রণবীর কাপুরের পর এ বার কোভিডে আক্রান্ত হলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী। আপাতত বাড়িতেই কোয়ারান্টিনে রয়েছেন তিনি। তাঁর পরবর্তী ছবি গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির শুটিং চলাকালীন তিনি করোনায় আক্রান্ত হন। এখন শুটিং বন্ধ রয়েছে।

Advertisement
রণবীরের পর কোভিডে আক্রান্ত সঞ্জয় লীলা বনশালীসঞ্জয় লীলা ভানসালী
হাইলাইটস
  • পরবর্তী ছবি গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির শুটিং চলাকালীন তিনি করোনায় আক্রান্ত হন
  • সঞ্জয় লীলা ভানসালী করোনা আক্রান্ত হওয়ার খবরে স্বভাবই আতঙ্কে গোটা ফিল্মের ক্রু
  • সকলেই করোনা টেস্ট করাচ্ছেন। যে সেটে শুটিং হচ্ছিল, সেখানেও স্যানিটাইজ করার কাজ চলছে

অভিনেতা রণবীর কাপুরের পর এ বার কোভিডে আক্রান্ত হলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী। আপাতত বাড়িতেই কোয়ারান্টিনে রয়েছেন তিনি। তাঁর পরবর্তী ছবি গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির শুটিং চলাকালীন তিনি করোনায় আক্রান্ত হন। এখন শুটিং বন্ধ রয়েছে।

গাঙ্গুবাইয়ের শুটিং চলছি মুম্বই ফিল্ম সিটিতে। সঞ্জয় লীলা বনশালী করোনা আক্রান্ত হওয়ার খবরে স্বভাবই আতঙ্কে গোটা ফিল্মের ক্রু। সকলেই করোনা টেস্ট করাচ্ছেন। যে সেটে শুটিং হচ্ছিল, সেখানেও স্যানিটাইজ করার কাজ চলছে। সূত্রের খবর, আলিয়া ভাট বাড়িতেই কোয়ারান্টাইনে রয়েছেন। অন্য দিকে রণবীর কাপুরও করোনা পজিটিভ। সম্প্রতি যাঁরা সঞ্জয়ের সংস্পর্শে এসেছেন প্রত্যেকেই করোনা টেস্ট করিয়েছেন।

সূত্র মারফৎ আরও জানা যাচ্ছে, করোনা পজিটিভ রিপোর্ট আসার পর সবার আগে মায়ের টেস্ট করান সঞ্জয়। তবে সুখের বিষয় তিনি করোনা নেগেটিভ ছিলেন। তবে আপাতত তিনিও কোয়ারান্টাইনে রয়েছেন।

মনে করা হচ্ছে, এ ঘটনায় পিছিয়ে যেতে পারে গাঙ্গুবাইয়ের মুক্তির দিন। সম্প্রতি অভিনেতা অজয় দেবগন একটি অতিথি চরিত্রে ছবিতে কাজ করেন। ৩০ জুলাই ছবি মুক্তির দিন ঠিক হয়ে রয়েছে। তবে শুটিং বন্ধ হওয়ার কারণে ছবি মুক্তি পিছিয়ে যেতে পারে।

 

POST A COMMENT
Advertisement