শাহরুখ খানের সঙ্গে দেখা করতে চান। সেজন্য 'মন্নত' এর বাইরে দাঁড়িয়ে থাকতেন। এক দিন, দু দিন করে এভাবে কেটে যায় তিন মাসেরও বেশি সময়। অবশেষে স্বপ্নপূরণ হল শাহরুখের এক ভক্তের। টানা ৯৬ দিন 'মন্নত'-এর বাইরে দাঁড়িয়েছিলেন সেই ভক্ত। কিং খান তাঁর সেই ভক্তের সঙ্গে দেখা করার পর ছবিও তুলেছেন।
একটি কম্পিউটার সেন্টার ছিল শাহরুখের সেই ভক্তের। বাড়ি ঝাড়খণ্ডে। সেখানেই তাঁর বাড়ি। কিং খানের সঙ্গে দেখা করার স্বপ্ন বুকে নিয়ে মুম্বই আসেন তিনি। তাঁর নাম শেখ মহম্মদ আনসারি। দেখা হওয়ার আগে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি শাহরুখের সঙ্গে দেখা করাই তবে বাড়ি ফিরবেন।
টানা ৯৬ দিন ধরে বাড়ি ছাড়া সেই আনসারির পরিবারে রয়েছে স্ত্রী, মা, ভাই। আনসারি যে মুম্বই এসেছেন শাহরুখের সঙ্গে দেখা করতে সেই কথা পরিবারের সদস্যরা জানতেন। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে আনসারি বলেন, 'বাড়ির সবাইকে বলে এসেছি, দেখা করে আসব। এখন দেখা না হলে বাড়ি গিয়ে মুখ দেখাতে পারব না।' তবে এতদিন বাড়ি বা ব্যবসা ছেড়ে থাকলেও তাঁর কোনও দু:খ নেই বলেই জানিয়েছিলেন।
শাহরুখ খান সেই ফ্যানের সঙ্গে ছবিও তোলেন। শাহরুখের ফ্যান ক্লাবের তরফে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, কিং খান তাঁর ফ্যানের সঙ্গে দেখা করলেন। ঝাড়খণ্ড থেকে সেই ফ্যান দেখা করতে এসেছিলেন। টানা ৯৬ দিন অপেক্ষা করার পর দেখা করার সুযোগ পেলেন তিনি। মন্নত-এর বাইরেই অপেক্ষা করছিলেন সেই ভক্ত। তারপরই ক্যাপশনে লেখা, 'সত্যিই, আগর আপ কিসি চিজ কো পুরে দিল সে চাহো....'।
প্রতিবারই শাহরুখ খানের জন্মদিনে তাঁর বাড়ির বাইরে ভিড় জমান হাজার হাজার ফ্যান। তাঁদের দেখা দেন এসআরকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তাঁর জন্মদিন স্পেশাল করে তোলে একাধিক ফ্যান। একজন তো ৫৯ টা মুকুট শেপের বেলুন এনেছিলেন। তবে সবার সঙ্গে দেখা করতে পারেননি কিং খান। কিন্তু ঝাড়খণ্ডের যুবকের সঙ্গে দেখা করে তাঁর স্বপ্নপূরণ করেন বলিউড বাদশা।