শার্লিন চোপড়াআলোচনায় থাকেন শার্লিন চোপড়া। রাখি সাওয়ান্তের মতো, তাঁকেও বলিউডের 'ড্রামা ক্যুইন' বলে সম্বোধন করা হয়। খোলামেলা পোশাক থেকে, পর্ন ছবির র্যাকেটের সঙ্গে নাম জুড়ে যাওয়া, ইত্যাদি নানা কারণে বারবার চর্চায় এসেছেন তিনি। ফের শিরোনামে বলিউড অভিনেত্রী-মডেল। এবার নিজের নকল স্তন সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন শার্লিন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করলেন নিজেই।
শার্লিন চোপড়াকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তাঁর সুডৌল স্তন আসল নয়। নিজেকে আকর্ষনীয় দেখাতে ব্রেস্ট ইমপ্লান্ট করিয়েছিলেন তিনি। তবে এবার সার্জারির মাধ্যমে কৃত্রিম স্তন সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। এর পিছনে রয়েছে বিশেষ কারণ।
নিজের ইনস্টা পেজে একটি ভিডিও পোস্ট করে শার্লিন লিখেছেন, "২০২৩-র অগাস্টে আমি আমার মুখ থেকে সমস্ত ফিলার সরিয়ে ফেলেছিলাম যাতে আমি আমার আসল রূপে দেখতে পারি। আজ আমি স্তন ইমপ্লান্ট সরানোর অস্ত্রোপচার করছি, যাতে কোনও অতিরিক্ত ওজন ছাড়াই জীবনযাপন করতে পারি। এই পোস্টটি ফিলার এবং সিলিকন ইমপ্লান্টের নিন্দা করার জন্য নয়। কিংবা যারা সেগুলো পছন্দ করে তাদের সম্পর্কেও নয়। এই পোস্টটি আমার পছন্দ এবং নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করার বিষয়ে।"
ভিডিওতে শার্লিন চোপড়া বলতে শোনা যায়, "গত কয়েকদিন ধরে আমি পিঠ, বুকে, ঘাড় ও কাঁধে প্রচণ্ড ব্যথা হচ্ছে। সেই সঙ্গে, আমার স্তন অত্যাধিক ভারী লাছে। বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করার পরে, আমি জানতে পারি যে এই ব্যথার আসল কারণ ছিল আমার ভারী স্তন ইমপ্লান্ট। তাই নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে, আমার সক্রিয়তা, স্বাস্থ্য এবং সহনশীলতার কথা মাথায় রেখে, আমি আমার ইমপ্লান্টগুলি স্থায়ীভাবে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। আমি একটু নার্ভাস। তবে তার চেয়ে অনেক বেশি উত্তেজিত। অতিরিক্ত ওজন ছাড়াই নতুন জীবন শুরু করন, আমি খুবই উচ্ছ্বসিত।"
শার্লিন চোপড়া প্রচুর কটাক্ষের শিকার হন সোশ্যাল মিডিয়ায়। তবে এই পোস্ট বহু নেটিজেন তাঁকে সাহস যোগানোর চেষ্টা করেছেন। তাঁর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, 'টাইম পাস', 'রেড স্বস্তিক', 'দোস্তি-ফ্রেন্ডস ফরএভার', 'দিল বোলে হাড়িপ্পা', 'ওয়াজম তুম হো', 'কামসূত্র ৩ ডি', 'জওয়ানি দিওয়ানি', 'রাকিব' -র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন শার্লিন চোপড়া।