scorecardresearch
 

Shilpa Shetty: করোনা আক্রান্ত শিল্পার পরিবার, একরত্তি মেয়েও বাদ যায়নি

১০ দিন ভীষণ আতঙ্কে কাটিয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা (Shilpa Shetty)। তাঁর পরিবারের সকলে একে একে করোনা আক্রান্ত হন। বাদ যায়নি তাঁর এক বছরের মেয়ে সমিশাও। তবে সকলেই যে সুস্থ হয়ে উঠছেন, সে খবরও সোশাল মিডিয়ায় পোস্ট করে জানালেন শিল্পা।

Advertisement
শিল্পা শেঠির পুরো পরিবার। শিল্পা শেঠির পুরো পরিবার।
হাইলাইটস
  • ১০ দিন ভীষণ আতঙ্কে কাটিয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা
  • তাঁর পরিবারের সকলে একে একে করোনা আক্রান্ত হন।
  • বাদ যায়নি তাঁর এক বছরের মেয়ে সমিশাও।

১০ দিন ভীষণ আতঙ্কে কাটিয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা (Shilpa Shetty)। তাঁর পরিবারের সকলে একে একে করোনা আক্রান্ত হন। বাদ যায়নি তাঁর এক বছরের মেয়ে সমিশাও। তবে সকলেই যে সুস্থ হয়ে উঠছেন, সে খবরও সোশাল মিডিয়ায় পোস্ট করে জানালেন শিল্পা।

সবিস্তারে এ বিষযে ইনস্টাগ্রাম পোস্ট করেন শিল্পা{ তিনি লেখেন, 'The last 10 days have been difficult for us as a family. My parents-in-law tested positive for COVID-19, followed by Samisha, Viaan-Raj, my Mom, and lastly, Raj. They have all been in isolation in their rooms at home as per the official guidelines and have been following the doctor's advice. Two of our in-house staff members have also tested positive and they are being treated at a medical facility. By God's grace everyone is on the road to recovery.'

 

শিল্পা জানিয়েছেন, তাঁর করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে বাড়ির সমস্ত দায়িত্বই তাঁর কাঁধে ছিল। তিনি পোস্টে আরও লেখেন, 'My tests came back negative. All safety measures have been followed as per protocol, and we are grateful to the BMC and the authorities for their prompt help and response. Thank you for all your love and support. Please continue to keep all of us in your prayers. Please mask up, sanitise stay safe; and whether Covid positive or not still stay positive mentally.'

Advertisement

সমস্ত রকম সাহায্যের জন্য মুম্বই পুরসভাকে ধন্যবাদ জানিয়েছেন শিল্পা। তার সঙ্গে তিনি সকলকে অনুরোধ করেছেন, করোনা পজিটিভ হোন বা নেগেটিভ, মানসিক ভাবে পজিটিভ থাকাটা ভীষণ জরুরি। মাস্ক এবং স্যানিটাইজার সব সময় ব্যবহার করার পরামর্শ দিয়েছেন শিল্পা।

 

Advertisement