Arijit Singh: অরিজিত্‍ সিং অসুস্থ? 'মেডিক্যাল এমার্জেন্সি'তে সব কনসার্ট স্থগিত

১ অগাস্ট অরিজিত্‍ সিং তাঁরইনস্টাগ্রাম প্রোফাইলে একটি পোস্ট করেন। সেই পোস্টে ব্রিটেন সফরের পরবর্তী দিন ঘোষণ করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, অগাস্ট ট্যুরে কনসার্টে যাঁরা টিকিট বুক করেছিলেন, সেপ্টেম্বরে সেই টিকিট ভ্যালিড থাকবে।

Advertisement
অরিজিত্‍ সিং অসুস্থ? 'মেডিক্যাল এমার্জেন্সি'তে সব কনসার্ট স্থগিতঅরিজিত্‍ সিং-- ফাইল ছবি
হাইলাইটস
  • অগাস্টের কনসার্ট বাতিল
  • শারীরিক অসুস্থতায় বিশ্রাম নিচ্ছেন অরিজিত্‍
  • ভক্তরা তাঁর স্বাস্থ্যের খবর নিতে শুরু করেন

হঠাত্‍ ব্রিটেন সফর স্থগিত করে দিলেন গায়ক অরিজিত্‍ সিং (Arijit Singh)। ইতিমধ্যেই ভক্তদের কাছে তিনি ক্ষমাও চেয়েছেন আকস্মিক এই সিদ্ধান্তের জন্য। অরিজিতের ব্রিটেন ট্যুর শুরু হওয়ার কথা ছিল ১১ অগাস্ট। তা পিছিয়ে তিনি সেপ্টেম্বরে করে দিয়েছেন। কারণ, মেডিক্যাল এমের্জেন্সি অর্থাত্‍ জরুরি চিকিত্‍সা। 

অগাস্টের কনসার্ট বাতিল

১ অগাস্ট অরিজিত্‍ সিং তাঁরইনস্টাগ্রাম প্রোফাইলে একটি পোস্ট করেন। সেই পোস্টে ব্রিটেন সফরের পরবর্তী দিন ঘোষণ করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, অগাস্ট ট্যুরে কনসার্টে যাঁরা টিকিট বুক করেছিলেন, সেপ্টেম্বরে সেই টিকিট ভ্যালিড থাকবে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arijit Singh (@arijitsingh)

শারীরিক অসুস্থতায় বিশ্রাম নিচ্ছেন অরিজিত্‍

অরিজিত্‍ লিখছেন, 'প্রিয় ভক্তকূল, চিকিত্‍সাজনিত এমার্জেন্সির জন্য আমাকে অগাস্টে সব কনসার্ট স্থগিত করতে হচ্ছে। আমি জানি, আপনারা ভীষণ ভাবেই অপেক্ষা করছিলেন। আমি মর্মাহত। আমি কথা দিচ্ছি, আমাদের আরও ভাল ম্যাজিক্যাল রিইউনিয়ন হবে সেপ্টেম্বরে।'

ভক্তরা তাঁর স্বাস্থ্যের খবর নিতে শুরু করেন

অরিজিত্‍ সিংয়ের ওই পোস্টের পরেই ইউজাররা তাঁর স্বাস্থ্যের খবর নিতে শুরু করেন। অনেকে তাঁর দ্রুত সুস্থতাও কামনা করেছেন। তবে কী ধরনের শারীরিক সমস্যা, তা খোলা করেননি গায়ক। সব কিছু ঠিক থাকলে দক্ষিণ এশিয়ার প্রথম গায়ক হিসেবে অরিজিত্‍ ম্যানচেস্টারে  Co-op Live এরিনায় কনসার্ট করবেন। আপাতত শারীরিক কারণে অগাস্টের সব কনসার্টই বাতিল করে দিয়েছেন অরিজিত্‍ সিং।   

POST A COMMENT
Advertisement