Bappi Lahiri passed away: প্রয়াত সুরকার গায়ক বাপ্পি লাহিড়ী

৬৯ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুরকার গায়ক বাপ্পি লাহিড়ী। হাসপাতাল সূত্রে এই খবর জানানো হয়েছে।

Advertisement
Bappi Lahiri: প্রয়াত সুরকার গায়ক বাপ্পি লাহিড়ীবাপ্পি লাহিড়ি

৬৯ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুরকার গায়ক বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri)। হাসপাতাল সূত্রে এই খবর জানানো হয়েছে। মঙ্গলবার রাতে হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।

গত বছর এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হন এই প্রবীণ শিল্পী। তার সঙ্গে শরীরে একাধিক সমস্যা দেখা দেয়। পরিবার সূত্রে খবর, তাঁর চলাফেরার জন্য বাড়িতে দ্রুত লিফ্টও বসানো হয়। সে সময় জুহুর বাংলোয় সম্পূর্ণ বিশ্রামে ছিলেন বাপ্পি। তবে হাঁটাচলা বেশি করতে পারতেন না। হুইল চেয়ারেই দেখা যেত তাঁকে।

 

শরীর অতিরিক্ত খারাপ হওয়ায় সে সময় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পর থেকেই নানা শারীরিক সমস্যা দেখা যায়। টানা চিকিৎসাধীন ছিলেন বাপ্পি। কমিয়ে দিয়েছিলেন পাবলিক অ্যাপিয়ারেন্সও।

গত একমাস যাবত মুম্বইয়ের সিটি কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন বাপ্পি। বিভিন্ন শারীরিক সমস্যার কারণে চিকিৎসা চলছিল তাঁর। গত সোমবার তাঁকে ছুটি দেওয়া হয়। বাড়িতে ফিরেছিলেন ডিস্কো কিং। কিন্তু মঙ্গলবার রাতে ফের শারীরিক অবস্থার অবনতি হয়। দ্রুত হাসপাতালে স্নানান্তরিত করা হয় তাঁকে। কিন্তুচিকিৎসায় সাড়া দেননি তিনি। বুধবার ভোরে 'কভি অলভিদা না কেহনা' বলা বাপ্পি দা চিরকালের মতো হারিয়ে গেলেন।

 

POST A COMMENT
Advertisement