মঙ্গলবার রাতে ছন্দপতন হয় বিনোদন জগতে। প্রয়াত সঙ্গীতশিল্পী কেকে (KK) ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ (Krishnakumar Kunnath)। এদিন কলকাতায় গুরুদাস মহাবিদ্যালয়ের অনুষ্ঠান হওয়ার পর মৃত্যু হয় তাঁর। নজরুল মঞ্চে এই অনুষ্ঠানের পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে।বুধবার তাঁর দেহের ময়নাতদন্ত হবে।
গ্যান স্যালুটে শেষ শ্রদ্ধা জানান হল প্রয়াত শিল্পী KK -কে। রবীন্দ্রসদনে রয়েছেন মুখ্যমন্ত্রী সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী ও বিশিষ্ট জনেরা। শেষ শ্রদ্ধাজ্ঞাপনের পর প্রয়াত শিল্পী KK -র মরদেহ নিয়ে যাওয়া হবে বিমানবন্দরে। প্রয়াত শিল্পী KK -র জনপ্রিয় গান 'পল'-র আবহেই তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করা হল রবীন্দ্র সদনে।
গ্যান স্যালুটে শেষ শ্রদ্ধা জানান হল প্রয়াত শিল্পী KK -কে। রবীন্দ্রসদনে রয়েছেন মুখ্যমন্ত্রী সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী ও বিশিষ্ট জনেরা। শেষ শ্রদ্ধাজ্ঞাপনের পর প্রয়াত শিল্পী KK -র মরদেহ নিয়ে যাওয়া হবে বিমানবন্দরে।
গ্যান স্যালুটে শেষ শ্রদ্ধা জানান হল প্রয়াত শিল্পী KK -কে। রবীন্দ্রসদনে রয়েছেন মুখ্যমন্ত্রী সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী ও বিশিষ্ট জনেরা।
রবীন্দ্রসদনে নিয়ে আসা হল কেকে-র মরদেহ, গান স্যালুটে শেষ শ্রদ্ধা প্রয়াত শিল্পীকে। শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির অসংখ্য গুণমুগ্ধরা।
রবীন্দ্র সদনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ময়নাতদন্তের পরে রবীন্দ্রসদনেই দেহ রাখা হবে কেকে-র। সেখানে শিল্পীকে শ্রদ্ধা জানানো হবে। তারপর গান স্যালুটে চিরবিদায়।
ময়নাতদন্তের পর রবীন্দ্রসদনে প্রয়ার সঙ্গীতশিল্পী KK-কে গ্যান স্যালুটে শেষ শ্রদ্ধাজ্ঞাপন হবে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যুতে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনও কারণে শিল্পীর মৃত্যু হয়েছে, সেই তদন্ত করছে পুলিশ। বুধবার গ্র্যান্ড হোটেলে থেকে নমুনা সংগ্রহ করল ফরেনসিক দল
কেকে-র শোয়ে ক্যাপাসিটির তুলনায় বেশি লোক ছিল বলে জানালেন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিমও। তিনি বলেন, 'হ্যাঁ! কেএমডিএ-র তরফ থেকে ওই কলেজের অনুষ্ঠান বন্ধ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। এই ধরনের অনুষ্ঠানে সিট নষ্ট হয়ে যায়। নজরুল মঞ্চের এসি যথেষ্ট ভাল। কিন্তু দরজা বার বার খুললে অসুবিধে হয়। তবে সাতাশশো ক্যাপাসিটির এসি, সেটা সাত হাজার হলে তো মানুষের গরম লাগবেই।'
কেকে এতটাই অসুস্থ বোধ করছিলেন যে হোটেলে ফিরে সোফায় বসতে গিয়েও পড়ে যান বলে দাবি কেকে-র ম্যানেজারের।
সম্প্রতি দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে কনসার্টে এসেছিলেন বলিউড গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে। বিবেকানন্দ কলেজের এই অনুষ্ঠান ঘিরে প্রায় মাসখানেক আগে থেকে ছিল উত্তেজনা। টিকিট কেনার জন্য চলছিল ফ্যানেদের মধ্যে উন্মাদনা। আর এই ঘটনাতেই চটেছেন রূপঙ্কর। সবিস্তারে পড়ুন...
সঙ্গীতশিল্পী কেকে -র মৃত্যুতে শোকপ্রকাশ করলেন বাবুল সুপ্রিয়। তিনি লিখেছেন, "কোভিড ১৯ যে অপূরণীয় ক্ষতি করেছে তারপরে, একটি সুশৃঙ্খল পদ্ধতিগত জীবনযাপন আপনাকে 'দীর্ঘায়ু' অর্জন করাতে পারে। এই কথাটি ধীরে ধীরে একটি মিথ-এ পরিণত হচ্ছে... আপনি #KK-এর মতো আরও সুশৃঙ্খল লোক খুঁজে পাবেন না যিনি শান্ত জীবনযাপন করেছিলেন। সব কোলাহল থেকে দূরে গিয়ে শুধুমাত্র সঙ্গীত সঙ্গে।
After the irreparable damage that Covid 19 did to humanity, the saying that leading a disciplined systematic life can earn you 'Longevity', is slowly turning into a MYTH... U wudnt find a more disciplined guy like #KK who lived a calm life with music ONLY away frm all the noise
— Babul Supriyo (@SuPriyoBabul) June 1, 2022
অনুষ্ঠানের শেষে প্রবল অস্বস্তি বোধ করছিলেন কেকে। সম্প্রতি ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে সেটাই দেখা গিয়েছে
সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যুতে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনও কারণে শিল্পীর মৃত্যু হয়েছে, সেই তদন্ত করছে পুলিশ। বুধবার গ্র্যান্ড হোটেলে গেলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (ক্রাইম) মুরলীধর শর্মা ও ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার। খতিয়ে দেখা হচ্ছে হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ। সেই সঙ্গে সেখানে পৌঁছল গোয়েন্দা বিভাগের সাইন্টিফিক উইং।
সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যুতে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনও কারণে শিল্পীর মৃত্যু হয়েছে, সেই তদন্ত করছে পুলিশ। বুধবার গ্র্যান্ড হোটেলে গেলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (ক্রাইম) মুরলীধর শর্মা ও ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার। খতিয়ে দেখা হচ্ছে হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ।
সঙ্গীতশিল্পী কেকে -র মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
The sudden and untimely demise of the Bollywood playback singer KK shocks and saddens us. My colleagues have been working from last night to ensure that all requisite support is given for necessary formalities, his rites and to his family now. My deep condolences.
— Mamata Banerjee (@MamataOfficial) June 1, 2022
গতকাল নজরুল মঞ্চের অনুষ্ঠান শেষে ফিরে যাওয়ার সময় গাড়িতে শীত করছিল সঙ্গীতশিল্পী কেকে-র। এমনকি গাড়ির এসি বন্ধ করে দিতে হয় গাড়ির। হাতে-পায়ে ক্র্যাম্প ধরতে শুরু করে তাঁর। হোটেলে ফিরে অনুরাগীদের ডাকে সাড়া দিয়ে ছবিও তোলেন তিনি। জানাচ্ছেন সঙ্গীতশিল্পীর ম্যানেজার। তিনি আরও বলেন, 'হোটেলের ঘরে ঢুকে সোফায় বসতে গিয়ে পড়ে যান'।
কলকাতায় পৌঁছে হাসপাতালে গেলেন কেকে-র পরিবারের সদস্যরা। নজরুল মঞ্চে অনুষ্ঠানের মধ্যেই কী ভাবে অসুস্থ হয়ে পড়লেন কেকে, এই রহস্যের খোঁজে তদন্ত করছে নিউ মার্কেট থানার পুলিশ। কেকে-র ম্যানেজার জানালেন, মঞ্চ থেকে গাড়িতে ফেরার সময় শীত করছিল সঙ্গীতশিল্পীর।
গতকাল নজরুল মঞ্চের অনুষ্ঠান শেষে ফিরে যাওয়ার সময় গাড়িতে শীত করছিল সঙ্গীতশিল্পী কেকে-র। এমনকি গাড়ির এসি বন্ধ করে দিতে হয় গাড়ির। হাতে-পায়ে ক্র্যাম্প ধরতে শুরু করে তাঁর। হোটেলে ফিরে অনুরাগীদের ডাকে সাড়া দিয়ে ছবিও তোলেন তিনি। জানাচ্ছেন সঙ্গীতশিল্পীর ম্যানেজার।
KK-র সঙ্গেই কলকাতা মুম্বই যাওয়ার কথা ছিল সঙ্গীত পরিচালক জিত্ গঙ্গোপাধ্যায়ের। আজতক বাংলা-কে জিত্ গঙ্গোপাধ্যায় বললেন, 'আমার বিশ্বাস হচ্ছে না। দুদিন আগেই কেকে-র সঙ্গে কথা হল। বলল, কলকাতায় শো আছে। তুমি চলে এসো। আমার অন্য কাজ থাকায় শো-তে যেতে পারিনি। তবে আমাদের একসঙ্গে মুম্বই ফেরার কথা ছিল।'
নজরুল মঞ্চের কর্তৃপক্ষ জানান, ২৪৮২ দর্শক আসন। কিন্তু এদিন দর্শক হয়েছিল প্রায় তিনগুণ। এমনকি অডিটোরিয়ামের ২টো দরজাও ভেঙে গেছে বিপুল সংখ্যক দর্শকদের চাপে।