Sourav Ganguly Biopic: বায়োপিকের প্রস্তুতি তুঙ্গে! পুজোর পরই সৌরভের সঙ্গে ১ মাস কলকাতায় কাটাবেন রাজকুমার

Sourav Ganguly -Rajkumar Rao: পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায় রূপে ধরা দেবেন রাজকুমার রাও। এই মুহূর্তে ছবিটির প্রস্তুতি চলছে জোর কদমে। পরিচালক- প্রযোজক সহ ছবির টিম ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন।

Advertisement
বায়োপিকের প্রস্তুতি তুঙ্গে! পুজোর পরই সৌরভের সঙ্গে ১ মাস কলকাতায় কাটাবেন রাজকুমার  রাজকুমার রাও - সৌরভ গঙ্গোপাধ্যায়

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনী নিয়ে বায়োপিক তৈরি হতে চলেছে। সেলুলয়েডে কাকে দেখা যাবে সৌরভের ভূমিকায়? কবে আসছে বায়োপিক? মহারাজ ভক্তদের মনে গত কয়েক মাস ধরে ঘুরছিল নানা প্রশ্ন। অবশেষে জানা যায়, পর্দায় সৌরভ রূপে ধরা দেবেন রাজকুমার রাও। এই মুহূর্তে ছবিটির প্রস্তুতি চলছে জোর কদমে। পরিচালক- প্রযোজক সহ ছবির টিম ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন। চলছে রেকি। তাঁরা হাজির হয়েছিলেন বীরেন রায় রোডে, সৌরভের বাড়িতে। পুজোর পরে কলকাতায় পৌঁছাবেন রাজকুমার।

সৌরভের বায়োপিকের জন্য রেকি

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে ইতিমধ্যেই আদা-জল খেয়ে ময়দানে নেমে পড়েছে ছবির টিম। সৌরভ তাঁর শৈশবে ক্রিকেট খেলতে শুরু করেছিলেন আরিয়ান ক্লাবের অধীনে আসা দুঃখী রাম ক্রিকেট অ্যাকাডেমিতে। পরিদর্শন করতে সেখানে গিয়েছিলেন পরিচালক- প্রযোজকরা। এছাড়া স্টেডিয়ামে গিয়েও রেকি করেছেন তাঁরা। 
  
কলকাতায় থাকবেন রাজকুমার 

অক্টোবর মাসে কলকাতায় আসবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা যাচ্ছে, মহারাজের সঙ্গে এক মাস থাকবেন তিনি। সৌরভের হাঁটা-চলা, আচরণ, ভঙ্গি শিখবেন তাঁর থেকেই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বর্ণময় ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন এবার পর্দায় ফুটবে। তাঁর জীবন সম্পর্কে গভীরভাবে জানতে এই পদক্ষেপ নেবেন অভিনেতা। রাজকুমার রাও ডান হাতে খেলে অভ্যস্ত। এদিকে সৌরভ বাম হাতে ব্যাট ধরতেন। তাই অভিনেতার জন্য এটি একটু চ্যালেঞ্জিং হতে চলেছে।

রাজকুমার রাওয়ের জীবনের নতুন অধ্যায়

নতুন জীবন শুরু হতে চলেছে রাজকুমার রাও ও তাঁর স্ত্রী পত্রলেখার। তারকা জুটির পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। এজন্যে বায়োপিক শুরু করার আগে, পরিবারকে প্রাধান্য দিতে চান রাজকুমার। সন্তানের আগমনের পর, তিনি কলকাতায় থাকবেন। ফলে কিছুটা বাড়তি চ্যালেঞ্জ নিতে হবে তাঁকে, নিঃসন্দেহে। 

প্রসঙ্গত, সব ঠিক থাকলে, সৌরভের বায়োপিক মুক্তি পাওয়ার কথা চলতি বছর ডিসেম্বর মাসে। সৌরভ  গঙ্গোপাধ্যায় শুধুমাত্র ভারতীয় ক্রিকেটার নয়, বিশ্ব ক্রিকেটের ময়দানেও তিনি খুব পরিচিত একটি নাম।  তাই বায়োপিকে কোনও রকম ত্রুটি রাখতে চাইছেন না নির্মাতারা। এদিকে রাজকুমার রাও এই ছবিটি নিয়ে খুবই আশাবাদী। দর্শক তথা অনুগামীরা এই ছবিটি নিয়ে খুব উত্তেজিত। রাজকুমারকে শেষবার 'স্ত্রী ২' ছবিতে দেখা গিয়েছিল। এই ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল।

Advertisement

 

POST A COMMENT
Advertisement