Sourav Ganguly Biopic: বায়োপিকে তাঁর চরিত্রে কে? অবশেষে নাম জানালেন সৌরভ

দীর্ঘদিন ধরেই ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক (Sourav Ganguly Biopic) নিয়ে জল্পনা-কল্পনা চলছে। সৌরভের নামচরিত্রে, সিনেমায় মুখ্য ভূমিকায় কোন অভিনেতাকে দেখা যাবে, সেই নিয়েই রয়েছে জল্পনা। সাম্প্রতিক সময়ে কানাঘুষো শোনা যাচ্ছিল যে আয়ুষ্মান খুরানাকে (Ayushman Khuraana) সৌরভের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এবার সেই জল্পনায় কার্যত সিলমোহর দিলেন সৌরভ নিজে।

Advertisement
বায়োপিকে তাঁর চরিত্রে কে? অবশেষে নাম জানালেন সৌরভবায়োপিকে তাঁর চরিত্রে কে? অবশেষে নাম জানালেন সৌরভ
হাইলাইটস
  • বায়োপিকে তাঁর চরিত্রে কে?
  • অবশেষে নাম জানালেন সৌরভ

কখনও রণবীর কাপুর, কখনও আবার রণবীর সিং আবার কখনও আয়ুষ্মান খুরানা কিংবা হৃত্বিক রোশন। কে হবেন সৌরভ? এই নিয়ে চলচ্চিত্র ও ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা শুরু থেকেই। কিন্তু সব হয়েও যেন হচ্ছিল না। প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট জীবনের উত্থান-পতন তো কম নয়! সেটি পর্দায় ফুটিয়ে তুলতে হলে তেমন অভিনেতা দরকার। এতদিন যা ছিল জল্পনা, তাতেই সিলমোহর দিয়ে দিলেন খোদ সৌরভ। তিনি পরিষ্কার করে জানিয়ে দিলেন কোন অভিনেতা তাঁর চরিত্রে অভিনয় করবেন।

কার নাম বললেন সৌরভ?

দীর্ঘদিন ধরেই ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক (Sourav Ganguly Biopic) নিয়ে জল্পনা-কল্পনা চলছে। সৌরভের নামচরিত্রে, সিনেমায় মুখ্য ভূমিকায় কোন অভিনেতাকে দেখা যাবে, সেই নিয়েই রয়েছে জল্পনা। সাম্প্রতিক সময়ে কানাঘুষো শোনা যাচ্ছিল যে আয়ুষ্মান খুরানাকে (Ayushman Khuraana) সৌরভের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এবার সেই জল্পনায় কার্যত সিলমোহর দিলেন সৌরভ নিজে।

বৃহস্পতিবার সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সৌরভ। নানা প্রসঙ্গের পর তাঁকে, তাঁর বায়োপিক নিয়ে জানতে চাইলে তিনি নিশ্চিত না করলেও জানিয়ে দেন নামটি। তবে এটা যে শুধু সম্ভাব্য নয়, অনেকটাই কনফার্ম সেটাও জানাতে ভোলেননি। তিনি বলেন 'এখনও নিশ্চিত হয়নি। তবে আমি শুনছি যে, আয়ুষ্মান খুরানা আমার চরিত্রে অভিনয় করতে চলেছেন। শীঘ্রই এ বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছি।

সুত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই অভিনেতার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। চিত্রনাট্য লেখার কাজও অনেকটা এগিয়েছে। সেই কাজ শেষ হওয়ার পরই মুখ্য ভূমিকায় কে অভিনয় করবেন, তা আনুষ্ঠানিকভাবে প্রোডাকশন হাউসের পক্ষ থেকে ঘোষণা করা হবে বলে শোনা যাচ্ছে। তবে সৌরভ একবার বলে দেওয়ায়, সেটিও হয়তো দ্রুত হয়ে যাবে বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল।

এর আগে কলকাতায় এসে সৌরভের সঙ্গে দেখা করেন রণবীর কাপুর (Ranveer Kapoor)। এমনকী ইডেনে একটি প্রদর্শনী ম্যাচও খেলেন। ফলে জল্পনা তুঙ্গে ওঠে রণবীরই হয়তো সৌরভের চরিত্রে অভিনয় করবেন। যদিও তখনও সৌরভ কিংবা রণবীর কেউই স্বীকার করেননি তাঁদের সিনেমা সংক্রান্ত বিষয়ের সত্যতা নিয়ে। তারপর অবশ্য সব ঝিমিয়ে গিয়েছিল। যদিও ভক্তরা সব সময়ই উৎসাহী ছিলেন প্রিয় দাদা-র চরিত্র নিয়ে। অবশেষে তা অবসান হল বলেই মনে করা হচ্ছে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement