Sunny Day! সোশাল মিডিয়ার উত্তাপ এক ধাক্কায় বাড়ালেন সানি লিওন

কেরালায় টেলিভিশন রিয়ালিটি শো স্প্লিটস ভিলার ১৩ নম্বর শুটিংয়ে ব্যস্ত নায়িকা। তার মাঝেই জলকেলির কিছু ছবি ইনস্টাতে পোস্ট করেন। দিতেই লাইকের বিস্ফোরণ। কয়েক ঘণ্টার মধ্যে লাইকের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে যায়। আপাতত লাইকের সংখ্যা ১৬ লক্ষ।

Advertisement
Sunny Day! সোশাল মিডিয়ার উত্তাপ এক ধাক্কায় বাড়ালেন সানি লিওন
হাইলাইটস
  • কেরালায় টেলিভিশন রিয়ালিটি শো স্প্লিটস ভিলার ১৩ নম্বর শুটিংয়ে ব্যস্ত নায়িকা
  • হলুদ সুইমস্যুটটি মেরাকি-র তৈরি। তার সঙ্গে বেলফক্সের হলুদ মানানসই অ্যাকসেসরি
  • পোস্টের নীচে সানি লেখেন, 'ইওর মানডে ডিসট্র্যাকশন'

আজ ব্লু হ্যায় পানি পানি...
অউর দিন ভি সানি সানি...

পারফেক্ট কম্বিনেশন। সুইমিং পুলের নীল জলরাশির মধ্যে হলুদ বেশে জলপরী! কোনও হেঁয়ালি  নয়। সম্প্রতি সানি লিওন ইনস্টাগ্রামে বেশ কিছউ ছবি আপলোড করেন, আর তাতেই সোশাল দুনিয়ার উত্তাপ এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে গেল। কেরালায় টেলিভিশন রিয়ালিটি শো স্প্লিটস ভিলার ১৩ নম্বর শুটিংয়ে ব্যস্ত নায়িকা। তার মাঝেই জলকেলির কিছু ছবি ইনস্টাতে পোস্ট করেন। দিতেই লাইকের বিস্ফোরণ। কয়েক ঘণ্টার মধ্যে লাইকের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে যায়। আপাতত লাইকের সংখ্যা ১৬ লক্ষ।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Leone (@sunnyleone)

হলুদ সুইমস্যুটটি মেরাকি-র তৈরি। তার সঙ্গে বেলফক্সের হলুদ মানানসই অ্যাকসেসরি। চোখে টিন্টেড রোদ চশমা। পোস্টের নীচে সানি লেখেন, 'ইওর মানডে ডিসট্র্যাকশন'। হক কথা। ডিসট্র্যাকশনই বটে!

 

POST A COMMENT
Advertisement