Susmita Sen Luxury Car: সুস্মিতা সেন কিনলেন এই চোখ ধাঁধানো গাড়ি, দাম ২ কোটি; দেখুন

Susmita Sen Luxury Car: সুস্মিতা সেন কিনলেন এই চোখ ধাঁধানো গাড়ি। দাম ২ কোটিরও বেশি। নতুন বছরে সুস্মিতা সেনের নিজেই, নিজেকে একটি গাড়ি উপহার দিয়েছেন। শুনতে খুব এক্সাইটেড মনে হচ্ছে? চলুন আমরা দেখে নিয়ে একটা নতুন গাড়ি কেমন?

Advertisement
সুস্মিতা সেন কিনলেন এই চোখ ধাঁধানো গাড়ি, দাম ২ কোটি; দেখুনসুস্মিতা সেন কিনলেন এই চোখ ধাঁধানো গাড়ি
হাইলাইটস
  • সুস্মিতা সেন কিনলেন এই চোখ ধাঁধানো গাড়ি
  • বিলাসবহুল এই গাড়ির দাম ২ কোটি
  • মার্সিডিজের এই গাড়ি চোখ ধাঁধিয়ে দেবে

Susmita Sen Luxury Car: মিস ইউনিভার্স এবং অভিনেত্রী সুস্মিতা সেন লাক্সারি লাইফস্টাইল মেইনটেইন করেন। সুস্মিতার ফ্যানেরা জানেন যে তার দামি গাড়ির শখ রয়েছে। নতুন বছরে সুস্মিতা সেনের নিজেই, নিজেকে একটি গাড়ি উপহার দিয়েছেন। শুনতে খুব এক্সাইটেড মনে হচ্ছে? চলুন আমরা দেখে নিয়ে একটা নতুন গাড়ি কেমন?

সুস্মিতা সেন নিজেকে দিয়েছেন এই বিশেষ উপহার

সুস্মিতা সেনের জীবনে খুশি হোক অথবা কোনও বিশেষ মুহূর্ত। ফ্যানদের সঙ্গে তিনি অবশ্যই শেয়ার করেন। তিনি কোনও বড় পদক্ষেপ করেছেন এবং তা শেয়ার করেননি এমনটা খুবই কম ঘটে। এ কারণে যখনই তিনি নতুন গাড়ি এনেছেন ফ্যানেদের সঙ্গে তার ছবি শেয়ার করেছেন। এর মধ্যে Mercedes AMG GLE 53 Coupe, যার দাম ২ কোটি টাকার বেশি কারের ভিডিও শেয়ার করে সুস্মিতা সেন লিখেছেন যে, "যে মহিলা ড্রাইভ করতে পছন্দ করেন, তিনি নিজেকে এই শক্তিশালী সুন্দর উপহার দেন।" ভিডিওতে সুস্মিতার ফ্যানেরা চমকদার Mercedes AMG GLE 53 Coupe এর ঝলক দেখতে পাচ্ছেন। মজার বিষয় হলো এটি যে, সুস্মিতা সেন ব্ল্যাক কালারের গাড়ি কেনার সময় ব্ল্যাক আউটফিট ক্যারি করছেন। সুস্মিতা সেনের চেহারায় খুশি বলে দিচ্ছে যে, শনিবার তার জীবনের একটি উল্লেখযোগ্য দিন।

                                                       

সুস্মিতার ভাই এবং তার স্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন

সুস্মিতা সেন এমন একজন যে, সব সময়ই  সোজা-সাপটা কথা বলতে পছন্দ করেন। সুস্মিতার এই পোস্ট তার সমস্ত লোকেদের জন্য বড় জবাব, যাঁরা কাল পর্যন্ত তাকে গোল্ড ডিগার বলছিলেন। সেখানে অ্যাক্ট্রেস এর ওয়ার্ক ফ্রন্ট এর কথা বলতে গেলে সুস্মিতা সেন আরিয়া থ্রির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। আরিয়া এবং আরিয়া ২ এর পাওয়ার সুস্মিতা খুব দ্রুত আরিয়া থ্রিতে অভিনয় করবেন। সুস্মিতা সেন লাক্সারি গাড়ি কেনার গুড নিউজ শেয়ার করেছেন। তার ভাই রাজীব সেন এবং তার স্ত্রী চারু অশোপা কমেন্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁঁর খুশিতে আনন্দিত বলে পোস্ট করে চলেছেন সবাই।

Advertisement

 

POST A COMMENT
Advertisement