তামান্না ভাটিয়াআলোচনায় থাকেন তামান্না ভাটিয়া। দক্ষিণ থেকে বলিউড পর্যন্ত নিজের আধিপত্য বিস্তার করছেন। তাঁর আইটেম গানগুলো বেশ জনপ্রিয়। চলচ্চিত্র নির্মাতাদের কাছে একজন কাঙ্ক্ষিত অভিনেত্রী হয়ে উঠেছেন। ফের শিরোনামে অভিনেত্রী। একটি অনুষ্ঠানে পারফর্ম করার জন্য প্রতি মিনিটে ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। এরপর থেকেই তামান্নাকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
গোয়ায় একটি নববর্ষের পার্টিতে পারফর্ম করেন তামান্না। অভিনেত্রীর প্রাণবন্ত নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে সুপার ভাইরাল। নিচের জনপ্রিয় গান 'আজ কী রাত'-র সঙ্গে নেচে মঞ্চ মাতিয়েছেন তিনি। পঞ্জাবি গায়িকা সোনম বাজওয়ার সঙ্গে মঞ্চ ভাগ করেন তিনি। জানা যাচ্ছে,মাত্র ছয় মিনিটের পারফরম্যান্সের জন্য ৬ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তামান্না। ৩১ ডিসেম্বর রাতে অভিনেত্রী গোয়ার একটি জনপ্রিয় ক্লাবে নাচেন।
এই খবর ছড়িয়ে পড়তেই, দু'ভাগ হয়েছে নেটমাধ্যম। একদিকে অভিনেত্রীর অনুগামীরা দারুণ খুশি, অন্যদিকে নেটিজেনদের একাংশ তাঁকে কটাক্ষ করছেন। তাদের বক্তব্য, এত কোটি টাকা পারিশ্রমিকের কোনও মানেই হয় না। এতে টাকা নষ্ট বলেই মনে করেন তারা। যদিও এবিষয়ে তামান্না বা তাঁর টিমের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, তামান্না ভাটিয়া ১৫ বছর বয়স থেকে বিনোদন জগতের সঙ্গে যুক্ত কাজ। বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবিতেও দারুণ কাজ করছেন অভিনেত্রী। কোভিড পরবর্তী সময়ে, বলিউডের বাজার খুবই খারাপ ছিল। খুব কম ছবির ভাল লক্ষ্মীলাভ হয়েছে বক্স অফিসে। সে তুলনায় দক্ষিণী ছবিগুলি ঝোড়ো ব্যাটিং করছে। একের পর এক ছক্কা হাঁকিয়েছেন অল্লু অর্জুন, যশ, প্রভাস, সামান্থা প্রভু, তামান্না ভাটিয়ারা। জানা যাচ্ছে, নায়িকার হাতে এই মুহূর্তে তিনটি হিন্দি ছবি এবং বেশ কয়েকটি গান রয়েছে।