Uorfi Javed Harassed: বিমানে 'মদ্যপ' যুবকদের হেনস্থার শিকার উরফি! জনসমক্ষে ধেয়ে এল নোংরা মন্তব্য

Uorfi Javed Harassed: ভ্যাকেশনে সমুদ্রে সৈকতে যাচ্ছিলেন উরফি জাভেদ। গোয়াগামী বিমানের ইকোনমি ক্লাসে সমস্যায় পড়তে হয় তাঁকে। তিনি অভিযোগ তোলেন, কিছু মদ্যপ ব্যক্তি তাঁকে হেনস্থা করেন।

Advertisement
বিমানে 'মদ্যপ' যুবকদের হেনস্থার শিকার উরফি! জনসমক্ষে ধেয়ে এল নোংরা মন্তব্য  অভিনেত্রী উরফি জাভেদ

সংবাদ শিরোনামে থাকেন উরফি জাভেদ (Uorfi Javed)। নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী। মুম্বই থেকে গোয়া যাচ্ছিলেন তিনি। বিমানের মধ্যেও হেনস্থার শিকার হতে হল তাঁকে। ধেয়ে এল কুরুচিকর মন্তব্য। সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তদের ভিডিও পোস্ট করে সরব হলেন সোশ্যাল মিডিয়া সেনসেশন।  

ভ্যাকেশনে সমুদ্রে সৈকতে যাচ্ছিলেন উরফি জাভেদ। গোয়াগামী বিমানের ইকোনমি ক্লাসে সমস্যায় পড়তে হয় তাঁকে। তিনি অভিযোগ তোলেন, কিছু মদ্যপ ব্যক্তি তাঁকে হেনস্থা করেন। উরফি তাঁর ইনস্টা স্টোরিতে গোটা ঘটনাটি বর্ণনা করেন। এই ঘটনায় বিরক্ত অভিনেত্রী বলেন, "গতকাল একটি ফ্লাইটে মুম্বই থেকে গোয়া যাওয়ার সময় আমায় অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। এই ভিডিওতে যে পুরুষদের দেখছেন, তারা কুরুচিকর কথা বলে, ইভ-টিজিং করে এবং নাম ধরে ডাকে।" 

তিনি যোগ করেন,"আমি যখন তাদের পাল্টা প্রশ্ন করি, তাদের মধ্যে একজন বলে যে, তাদের বন্ধুরা মদ্যপ অবস্থায় রয়েছে। মদ্যপ বলে মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যায় না। আমরা জনগণের জন্য কাজ করতে পারি, কিন্তু জনগণের সম্পত্তি নই।" 

 

Uorfi Javed Harassed urfi

 

ব্যক্তিগত থেকে কর্মজীবন নিয়ে প্রায়শই শিরোনামে থাকেন উরফি জাভেদ। তাঁর সাহসী ফ্যাশন সেন্সের জন্যে বহুবার সমস্যার মুখোমুখি হয়েছেন তিনি। ট্রোলিংয়ের ছাড়াও প্রকাশ্য এই ধরনের পোশাক পরার জন্য উরফিকে ধর্ষণ এবং মৃত্যুর হুমকিও দেওয়া হয়। অনেকে তাঁর বিরুদ্ধে মামলাও করেছেন। তবে এসবে 'কেয়ার নট অ্যাটিটিউড' রেখে নিজের অন্য ফ্যাশন গোলস সেট করাই পছন্দ  উরফ জাভেদের। 

প্রসঙ্গত, কিছুদিন আজ্ঞে সৌন্দর্য বাড়ানোর জন্য অস্ত্রোপচার করিয়ে বেশ সমস্যায় পড়েছিলেন উরফি। চোখে 'ফিলার' করিয়ে বিপাকে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে, এবিষয়ে বেশ আফসোস করেন তিনি। অভিনেত্রীর ফ্যানেদের সংখ্যা বিপুল। তবে তাঁকে কটাক্ষ করতেও ছাড়েন না নেটিজেনদের একাংশ। 

 

Advertisement

POST A COMMENT
Advertisement