Uorfi Javed Hospitalised: হাসপাতালে ভর্তি উরফি! কী হল, এখন কেমন আছেন 'সাহসী' অভিনেত্রী?

Uorfi Javed: উরফি জাবেদকে চেনেন না, এরকম নেটিজেন খুব কমই আছেন বোধ হয়। উরফি মানেই নিত্যনতুন চমক। তাঁর ফ্যানেদের সংখ্যাও বিপুল। নতুন বছরে সকলকে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী।

Advertisement
হাসপাতালে ভর্তি উরফি!  কী হল, এখন কেমন আছেন 'সাহসী' অভিনেত্রী? হাসপাতালে উরফি জাভেদ (ছবি: ইনস্টাগ্রাম)

শিরোনামে থাকেন উরফি জাভেদ। নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী। তাঁর যে কোনও পোস্ট মুহূর্তে ভাইরাল হয়। উরফি জাবেদকে চেনেন না, এরকম নেটিজেন খুব কমই আছেন বোধ হয়। উরফি মানেই নিত্যনতুন চমক। তাঁর ফ্যানেদের সংখ্যাও বিপুল। নতুন বছরে সকলকে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তিনি। এখন কেমন আছেন? 

বৃহস্পতিবার সকালে নিজের সোশ্যাল পেজে একটি ছবি শেয়ার করেন উরফি জাভেদ। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। নাকে রয়েছে অক্সিজেন মাস্ক। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, "২০২৪ শুরু হল বড় ভাবে...।" আসলে ব্যঙ্গাত্মক ভাবেই কথাটি লিখেছেন অভিনেত্রী। তবে অসুস্থতার মধ্যেও, তাঁর মুখে রয়েছে হাসি ও আত্মবিশ্বাস। 

ঠিক কি হয়েছে উরফির? বা এখন কেমন আছেন তিনি, তা এখনও জানা যায়নি। তবে যেহেতু হাসিমুখে ছবিটি তুলেছেন, এজন্যে অনেকেই আন্দাজ করছন, গুরুতর কিছু হয়নি তাঁর। উরফি এই ছবিটি শেয়ার করা মাত্রই, অন্যান্য তারকা থেকে শুরু করে নেটিজেনরা তাঁর সুস্থতা কামনায় কমেন্ট করেছেন। যদিও পোস্ট করার কয়েক ঘণ্টা পরে ছবিটি নেটমাধ্যম থেকে মুছে দেন তিনি।

Uorfi Javed Hospitalised

প্রতিবার নয়া স্টাইল স্টেটমেন্টে সকলের নজর কাড়েন তিনি। কখনও অনাবৃত ঊর্ধ্বাঙ্গ, তো কখনও উদ্ভট পোষাক, এভাবেই বারবার সংবাদের শিরোনামে আসেন অভিনেত্রী। এমনকী প্রপসের তালিকায় রয়েছে ঘড়ি, ব্লেড, কাঁচ, ব্যান্ডেজ, সফট টয়েজ, পেরেক থেকে শুরু করে আরও রকমারি জিনিস। 
   
প্রসঙ্গত, কিছুদিন আগে নিজের উজ্জ্বল ত্বকের সিক্রেট শেয়ার করেন উরফি জাভেদ।  নিজের সোশ্যাল পেজে সকলের জন্যে স্পেশাল স্কিনকেয়ার টিপস দেন তিনি। উরফি জানান ভদকাই আসলে তাঁর সুন্দর ত্বকের মূল উপকরণ। নিজের মর্নিং স্কিনকেয়ার রুটিন শেয়ার করে অভিনেত্রী বলেন, সকালে মুখ ধুয়ে একটি পাত্রে নিতে হবে সামান্য পরিমাণে ভদকা। এবার এর মধ্যে যোগ করতে হবে সামান্য লেবুর রস। তুলোর সাহায্যে মিশ্রণটি সারা মুখে লাগিয়ে মিনিট দশেক রেখে দিতে হবে। এরপর অ্যালোভেরা নিয়ে মুখে ভাল করে লাগিয়ে মিনিট দশেক রাখতে হবে। তবে উরফি জানিয়েছেন, এই স্কিনকেয়ারের মাধ্যমে মুখের উজ্জ্বলতা এক দিনে আসে না। একই ভাবে দীর্ঘদিন করলে তবেই সুফল মিলবে।    

Advertisement

 

POST A COMMENT
Advertisement