'দয়া করে মনগড়া খবর লিখবেন না', সংবাদমাধ্যমকে অনুরোধ উর্বশীর

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela) আজকাল লাইমলাইটে রয়েছেন, ক্রিকেটের প্রতি অভিনেত্রীর ভালোবাসার কারণে। ২০২২ সালের এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে এসেছিলেন উর্বশী। তারপর থেকেই নাসিম শাহের (Naseem Shah) সঙ্গে ঊর্বশীর নাম জড়িয়ে যাচ্ছে। কিন্তু উর্বশীকে চিনতে রাজি হননি পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ।

Advertisement
'দয়া করে মনগড়া খবর লিখবেন না', সংবাদমাধ্যমকে অনুরোধ উর্বশীরনাসিম শাহ - উর্বশী রাউতেলা

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela) আজকাল লাইমলাইটে রয়েছেন, ক্রিকেটের প্রতি অভিনেত্রীর ভালোবাসার কারণে। ২০২২ সালের এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে এসেছিলেন উর্বশী। তারপর থেকেই নাসিম শাহের (Naseem Shah) সঙ্গে ঊর্বশীর নাম জড়িয়ে যাচ্ছে। কিন্তু উর্বশীকে চিনতে রাজি হননি পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ। এবার এ বিষয়ে নিজের মতামত ব্যক্ত করলেন অভিনেত্রী।


উর্বশী অবস্থান স্পষ্ট করলেন

আসলে, ভারত-পাকিস্তানের ম্যাচের পরে, উর্বশী তার ইনস্টাগ্রাম স্টোরিতে নাসিমের ভিডিও শেয়ার করেছিলেন। এই ভিডিওটি উর্বশী রাউতেলার একটি ফ্যান পেজ তৈরি করেছে। এই ভিডিওতে নাসিমকে মাঠে হাসতে দেখা গেছে, উর্বশীকে তার দিকে তাকিয়ে লাজুক অবস্থায় দেখা গেছে। উর্বশী নাসিম শাহের ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। তাদের সম্পর্কের খবর নিয়ে নানা রকম খবর প্রকাশ হয়। কিন্তু নাসিম শাহকে যখন উর্বশী সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি জানান, উর্বশী রাউতেলা কে তা তিনি জানেন না।

উর্বশী রাউতেলাকে নিয়ে নাসিম শাহের বক্তব্য ভাইরাল হচ্ছে। পাকিস্তানি বোলারের বক্তব্যের পরে, উর্বশী এখন তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে স্পষ্ট করেছেন। অভিনেত্রী তার পোস্টে লিখেছেন - 'কিছু দিন আগে আমার টিম কিছু ফ্যান মেড এডিট ভিডিও শেয়ার করেছে (প্রায় ১১-১২টি). অন্য লোকেদের অজান্তেই এটি ভাগ করেছিল। এ নিয়ে সংবাদ মাধ্যমকে কোনও সংবাদ না করার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ এবং অনেক ভালোবাসা।'

উর্বশী রাউতেলা তার ইনস্টাগ্রাম স্টোরিতে নাসিম শাহের নাম রাখেননি। কিন্তু নাসিম শাহের বক্তব্যের পরই এই পোস্টটি শেয়ার করেছেন অভিনেত্রী। সেই কারণেই মনে করা হচ্ছে নাসিম শাহের সঙ্গে ভিডিও শেয়ার করার পরই স্পষ্ট করেছেন উর্বশী।


উর্বশীকে নিয়ে কী বললেন নাসিম শাহ?

উর্বশীকে নিয়ে পাকিস্তানের ফাস্ট বোলার নাসিম শাহ বলেছিলেন- 'এমন কোনো পরিকল্পনা নেই। আপনার প্রশ্নে হাসি পাচ্ছে কারণ আমি জানি না উর্বশী কে। জানি না তিনি কী ধরনের ভিডিও শেয়ার করেন। আমার এমন কোনও পরিকল্পনা নেই। এখন মনোযোগ শুধু ক্রিকেটেই। শুধু ক্রিকেটই ভালো করে খেলতে হবে।'

Advertisement

নাসিম আরও বলেন- 'সত্যি বলতে আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি মাঠে আমার খেলা খেলি। আমার কোনও ধারণা নেই। যারা মাঠে এসে ম্যাচ দেখেন, এটা তাদের দুয়া। যে তারা আমাকে পছন্দ করেন। এটি একটি ভালো জিনিস। আমি কোন আকাশ থেকে এসেছি? আমার মধ্যে বিশেষ কিছু নেই, তবে মানুষ ভালোবাসে, তাই এটি একটি ভালো জিনিস।'

নাসিম শাহের আগে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্তের সঙ্গেও জড়িয়েছে উর্বশী রাউতেলার নাম। তবে আজকাল দুজনের মধ্যে বিবাদের খবরও রয়েছে। উর্বশীকে ডেট করার খবর অস্বীকার করেছিলেন ঋষভ পন্ত। উর্বশী এবং পন্ত একে অপরকে কটূক্তি করার কোন সুযোগই ছাড়েন না।

 

POST A COMMENT
Advertisement