করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বলিউডের প্রবীণ অভিনেতা সতীশ কৌল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। পঞ্জাবের লুধিয়ানার নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত বছর লক ডাউনের জেরে চরম অর্থ কষ্টে ভুগছিলেন তিনি। একটি আবেদন করে বলিউডের বিভিন্ন ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করেন সতীশ।
তিনি তাঁর অধিকাংশ সিনেমা করেছেন পঞ্জাবি ভাষায়। প্রায় ৩০০ ছবিতে কাজ করেছেন সতীশ। যার মধ্যে ৮৫টি ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এ ছাড়াও প্রচুর হিন্দি ছবিতে অভিনয় করেন তিনি। তা ছাড়া বি আর চোপড়ার মহাভারতেও দেখা গিয়েছে তাঁকে। বলিউডে করমা, প্রেম প্রভাত, ওয়ারেন্ট, গুনাহো কা ফ্যায়েসলা, ভক্তি মে শক্তি, ডান্স ডান্স, রাম লখন, পেয়ার তো হোনা হি থা-র মতো ছবিতে কাজ করেছেন সতীশ কৌল।
Wish iconic Punjabi actor Satish Kaul ji good health and recovery. Have released Rs 5 lakh for his medical treatment through DC Ludhiana. We stand committed to helping all those who have contributed to our state & it's culture. pic.twitter.com/RnawROE7Yg
— Capt.Amarinder Singh (@capt_amarinder) January 12, 2019
২০১৯ সালে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং চরম অর্থ কষ্টে থাকা এই অভিনেতাকে ৫ লক্ষ টাকা সাহায্য করেছিলেন তাঁর চিকিৎসার জন্য। টুইট করে তিনি লেখেন, 'Wish iconic Punjabi actor Satish Kaul ji good health and recovery. Have released Rs 5 lakh for his medical treatment through DC Ludhiana. We stand committed to helping all those who have contributed to our state & it's culture.'
৬৬ বছরের অভিনেতাকে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক মহাভারত এবং বিক্রম অউর বেতালেও দেখা গিয়েছে। মহাভারতে তিনি ভগবান ইন্দ্রের ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০১১ সালে মুম্বই থেকে পঞ্জাবে চলে আসেন। সেখানেই তিনি অভিনয়ের স্কুল খোলেন। তবে সেই স্কুল চলেনি। ১৯৬৯ সালে পুনে FTII থেকে গ্র্যাজুয়েশন করেন সতীশ। জয়া বচ্চন, ড্যানি, শত্রঘ্ন সিনহা, জরিনা ওয়াহাব, আশা সচদেব তাঁর ব্যাচমেট ছিলেন সেখানে।