scorecardresearch
 

Vicky and katrina kaif Wedding: সঙ্গীতে চিকনি চামেলির ছন্দে ভিকিকে নাচালেন ক্যাট

সঙ্গীত অনুষ্ঠানের জমকালো সন্ধ্যা শুরু হয়েছে DJ Chetas-এর সুরে। এই সময় ডিজে চেতস ক্যাটরিনার গানের একটি তালিকা বাজাচ্ছিলেন। প্রথম গানটি ছিল চিকনি চামেলি, ক্যাটরিনার অন্যতম সেরা গান, আর দ্বিতীয় গানটি ছিল কমলি, যেখানে ক্যাটরিনাকে তার বোনের সঙ্গে নাচতে দেখা গেছে।

Advertisement
ক্য়াটরিনা ক্য়াটরিনা
হাইলাইটস
  • ক্যাটরিনাকে তার বিদেশি আত্মীয়দের চিকনি চামেলি-র হুক স্টেপের ছন্দে পা-কোমার দোলাতে দেখা গিয়েছে।
  • হবু স্ত্রীকে একা নাচতে দেখে ভিকি কী ভাবে পিছিয়ে থাকতে পারেন?

বিয়ের অনুষ্ঠানে যদি গান বাজনা না থাকে, তাহলে বিয়েটা নিস্তেজ মনে হয়। বলিউড ইন্ডাস্ট্রির বহুল প্রতীক্ষিত বিয়ের মিউজিক্যাল ডেবিউ শুরু হয়েছে। সঙ্গীত অনুষ্ঠানে ভিকি (Vicky Kaushal) ও ক্যাটরিনাকে (Katrina Kaif) নাচতে দেখা গেছে।

সঙ্গীত অনুষ্ঠানের জমকালো সন্ধ্যা শুরু হয়েছে DJ Chetas-এর সুরে। এই সময় ডিজে চেতস ক্যাটরিনার গানের একটি তালিকা বাজাচ্ছিলেন। প্রথম গানটি ছিল চিকনি চামেলি, ক্যাটরিনার অন্যতম সেরা গান, আর দ্বিতীয় গানটি ছিল কমলি, যেখানে ক্যাটরিনাকে তার বোনের সঙ্গে নাচতে দেখা গেছে।


অতিথিরা ক্যাটরিনার নিজস্ব জনপ্রিয় সাউন্ড ট্র্যাকে নেচেছেন

এই উপলক্ষে, ক্যাটরিনাকে তার বিদেশি আত্মীয়দের চিকনি চামেলি-র হুক স্টেপের ছন্দে পা-কোমার দোলাতে দেখা গিয়েছে। হবু স্ত্রীকে একা নাচতে দেখে ভিকি কী ভাবে পিছিয়ে থাকতে পারেন? তিনিও সঙ্গে সঙ্গে মঞ্চে পৌঁছে নাচ শুরু করেন।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Katrina Kaif (@katrinakaif)


শুধু নাচ নয়, গান গেয়ে ভালোবাসা প্রকাশ করেছেন

শুধু তাই নয়, নাচের পাশাপাশি ক্যাটরিনার জন্য তেরি ওর গান গাইতেও দেখা গেছে ভিকিকে। ভিকি তার কণ্ঠে ক্যাটরিনার এই রোমান্টিক গানটি গেয়ে তার ভালবাসা প্রকাশ করেছিলেন, যেখানে লাজুক ক্যাটরিনা ভিকির এই প্রেমের প্রকাশ দেখে হসে ওঠেন।

বিয়ের সব প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অতিথিরাও এখন আসতে শুরু করেছেন। নেহা ধুপিয়া (Neha Dhupia) এবং অঙ্গদ বেদী (Angad Bedi) তাদের সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানস্থল থেকে কিছু ছবি শেয়ার করেছেন। তাদের ছবি দেখে এই জমকালো বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহল বেড়েছে।

Advertisement

 

Advertisement