Vikrant Massey: 'মোটেও মুসলিমরা বিপদে নেই, সব ঠিক আছে', বিক্রান্ত কি বদলে গেলেন?

'দ্য সবরমতি রিপোর্ট' ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৫ নভেম্বর। ছবির পরিচালক ধীরাজ সারনা। প্রযোজনা করেছেন একতা কাপুর। বিক্রান্ত ম্যাসির সঙ্গে ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ঋদ্ধি ডোগরা এবং রাশি খান্নাকে।

Advertisement
'মোটেও মুসলিমরা বিপদে নেই, সব ঠিক আছে', বিক্রান্ত কি বদলে গেলেন? বিক্রান্ত ম্যাসি
হাইলাইটস
  • কয়েকদিন আগে মুক্তি পেয়েছে 'দ্য সবরমতি রিপোর্ট' ছবির ট্রেলার।
  • ছবির মাধ্যমে কোনও ধর্মকে টার্গেট করছেন না বলেও দাবি করেছেন একতা কাপুর।

'দ্য সবরমতি রিপোর্ট' ছবির প্রচারে ব্যস্ত বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। এই ছবির প্রচারে মুসলিমদের নিয়ে তাঁর একটি মন্তব্য বিতর্ক তৈরি করেছে। তিনি বলেছেন,'আমাদের দেশে মুসলমানরা বিপদে নেই। সব ঠিক আছে'।

একটি ইউটিউব চ্যানেল বিক্রান্ত ম্যাসিকে প্রশ্ন করা হয়েছিল  'কেউ কি আপনাকে বলেছে যে বিক্রান্ত আগে আপনি ধর্মনিরপেক্ষ ছিলেন, এখন আপনিও সেই কট্টর হিন্দুত্ববাদী হচ্ছেন? বিজেপিকে আর সমালোচনা করছেন না। বরং বিজেপি-প্রীতির অভিযোগ উঠছে। এর জবাবে অভিনেতা বলেন,'আমার কাছে যেগুলি খারাপ মনে হয়েছে সেগুলি বাস্তবে খারাপ নয়। অনেকে বলছে, মুসলমানরা বিপদে আছে। কেউ বিপদে নেই। সবকিছু ঠিকঠাক চলছে। তাই আজ বলছি বিগত ১০ বছরে আমি বদলে গিয়েছি'।

কয়েকদিন আগে মুক্তি পেয়েছে 'দ্য সবরমতি রিপোর্ট' ছবির ট্রেলার। মুম্বইয়ে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে বিক্রান্ত ম্যাসি দাবি করেন, তাঁকে হুমকি দেওয়া হয়েছে। ছবিতে কাজ করার জন্য তাঁকে হুমকি দেওয়া হয়েছে কিনা জানতে চাওয়া হয়। বিক্রান্ত ম্যাসি বলেছিলেন,'আমাকে হুমকি দেওয়া হয়েছে? আপনি কি আমার ফোন হ্যাক করেছেন নাকি? হ্যাঁ, পেয়েছি। এটা আমাকে এখনও পর্যন্ত কেউ জিজ্ঞাসা করেননি। কেউ জানতে চায়নি বলে আমিও বলিনি। 

বিক্রান্ত বলেন,'হ্যাঁ, আমি হুমকি-বার্তা পেয়েছি। হুমকি আসতেও থাকছে। আমরা শিল্পী। আমরা গল্প বলি। যে কাহিনিতে মানুষ কী বলছে, কী ভাবছে সেটাই থাকে। এই ছবিতে আমি ঐক্যের কথাই বলেছি। এটা সম্পূর্ণ সত্যের উপর নির্মিত। দুর্ভাগ্যবশত, আপনি যদি এখনও এই ছবিটি না দেখে থাকেন, তাহলে এটা বলা উচিত নয় যে এতে একটা দিককেই তুলে ধরা হয়েছে'। 

'টুয়েলভ ফেল' অভিনেতা যোগ করেন,'পুরো তিন মিনিটের ভিডিওটিতে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যমের অবদান, তার অবস্থান তুলে ধরা হয়েছে। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারিতে সংবাদ মাধ্যমে ভূমিকার কথাই তুলে ধরা হয়েছে। নানা ধরনের হুমকি আমরা পাচ্ছি। গোটা দলকেই হুমকি দেওয়া হচ্ছে। আগামী দিনেও এটা করব'।

Advertisement

ছবির প্রযোজক একতা কাপুর। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ছবিটি তৈরি করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করেছিলেন কিনা। কারণ ২০০২ সালে যখন এই দুর্ঘটনা ঘটে তখন মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন। একতা স্পষ্ট জানিয়েছিলেন,'আমি কোনও শাখার সঙ্গে যুক্ত নই। সত্যই আমার রাস্তা। আর কারও সঙ্গে কোনও কথা হয়নি। কারওর সমর্থনও চাইনি'। 

ছবির মাধ্যমে কোনও ধর্মকে টার্গেট করছেন না বলেও দাবি করেছেন একতা কাপুর। তিনি বলেন,'আমি হিন্দু। আর তাই আমি ধর্মনিরপেক্ষ। আমি কোনও ধর্ম নিয়ে মন্তব্য করব না কারণ আমি মনেপ্রাণে হিন্দু'। সেন্সরশিপ প্রসঙ্গে একতা কাপুর বলেন,'আমি কাউকে ভয় পাই না। '

'দ্য সবরমতি রিপোর্ট' ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৫ নভেম্বর। ছবির পরিচালক ধীরাজ সারনা। প্রযোজনা করেছেন একতা কাপুর। বিক্রান্ত ম্যাসির সঙ্গে ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ঋদ্ধি ডোগরা এবং রাশি খান্নাকে।

POST A COMMENT
Advertisement