Kangana Ranaut: সত্যিই রাজনীতিতে ডেবিউ করতে চলেছেন কঙ্গনা? বড় ঘোষণা নায়িকার

২০২৪ সালের লোকসভা নির্বাচনে (2024 Lok Sabha Polls) লড়তে ইচ্ছুক বলে জানালেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। আজ তিনি জানিয়েছেন, যদি জনগণ চায় এবং বিজেপি যদি টিকিট দেয় তবে তিনি হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়তে ইচ্ছুক।

Advertisement
সত্যিই রাজনীতিতে ডেবিউ করতে চলেছেন কঙ্গনা? বড় ঘোষণা নায়িকাররাজনীতিতে ডেবিউ করতে চলেছেন কঙ্গনা
হাইলাইটস
  • হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে দাঁড়ানোর ইচ্ছা
  • কঙ্গনা রানাউত বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী

২০২৪ সালের লোকসভা নির্বাচনে (2024 Lok Sabha Polls) লড়তে ইচ্ছুক বলে জানালেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। আজ তিনি জানিয়েছেন, যদি জনগণ চায় এবং বিজেপি যদি টিকিট দেয় তবে তিনি হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়তে ইচ্ছুক। কঙ্গনা রানাউত বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। বিভিন্ন সিনেমায় তাঁর অভিনয় দিয়ে একজন অভিনেতা হিসাবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। শেষবার তাঁকে 'ধকড়' সিনেমায় দেখা গিয়েছে।

অভিনেত্রী সম্প্রতি আজতক-র একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কঙ্গনা রাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিত দেন। তিনি রাজনীতিতে নেমে জনসেবা করতে চান কি না জানতে চাইলে অভিনেত্রী বলেন, 'তিনি সব ধরনের অংশগ্রহণের জন্য খুবই উন্মুক্ত।'

রাজনীতিতে যোগদানের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে কঙ্গনা আজতক-কে বলেন, 'যেরকম পরিস্থিতি হবে, সরকার যদি আমাকে চায়, তো আমি সব ধরণের অংশগ্রহণের জন্য রাজি থাকব।'তাঁর আরও যোগ, 'যেমন আমি বলেছি, হিমাচল প্রদেশের লোকেরা যদি আমাকে সেবা করার সুযোগ দেয়, তবে তা দুর্দান্ত হবে। অবশ্যই এটা হবে সৌভাগ্যের হবে।'

 

POST A COMMENT
Advertisement