Advertisement

VIDEO: জঙ্গলেই বিবাহবার্ষিকী! কাকভোরে গির অরণ্যে সস্ত্রীক আমির খান

কিরণ রাওয়ের সঙ্গে অভিনেতা আমির খানের এটা ১৫তম বিবাহ বার্ষিকী। আর সেই বিবাহ বার্ষিকী উপভোগ করতে এবার সপরিবারে গুজরাতের গির অভয়ারণ্যে পা রাখলেন অমির খানরা। সকাল ৭টায় গিরের জঙ্গল ঘুরে দেখতে গাড়ি করে হাজির হন আমির খানের স্ত্রী কিরণ সহ তাঁর কন্যা ইরা। ২৮ ডিসেম্বর গিরেরই এক রিসোর্টে বিবাহবার্ষিকী পালন করবেন তাঁরা।

Advertisement