ছুরি হামলার ৫ দিন পর মঙ্গলবার লীলাবতী হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন বলিউড অভিনেতা সইফ আলি খান। বলিউডের অন্যতম অভিনেতা সইফ আলি খান, ১৬ জানুয়ারি বান্দ্রার 'সতগুরু শরণ' বিল্ডিংয়ে তার ১২ তলা অ্যাপার্টমেন্টের ভিতরে একজন অনুপ্রবেশকারী ছুরি মারে। দ্রুত হাসপাতালে গেলে সেখানে তাঁর অস্ত্রোপচার হয়। লীলাবতী হাসপাতাল থেকে আজকে ছেড়ে দেওয়া হয়।