Advertisement

Janhvi Kapoor visited Tirupati Balaji Temple: চর্চিত প্রেমিককে নিয়ে তিরুপতি দর্শনে জাহ্নবী

বোন খুশি কাপুরকে সঙ্গে নিয়ে তিরুপতি মন্দির দর্শন করলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। জাহ্নবীর সঙ্গে মন্দিরে দেখা গেল তাঁর চর্চিত প্রেমিক শিখর পাহারিয়াকে। সোমবার খুব ভোরে এই তিনজন তিরুপতি বালাজি মন্দির দর্শন করেন। শ্রীদেবীর দুই কন্যাকে দক্ষিণ ভারতের ট্র্যাডিশনাল পোশাকে দেখা গিয়েছে। মন্দিরের সামনে তিনজনকেই দেখা গেল শ্রদ্ধা সহকারে প্রণাম করতে। শিখর ও জাহ্নবী দুজনেই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও টিনসেল টাউনে তাঁদের সম্পর্ক নিয়ে জোরদার চর্চা চলছে।

Janhvi Kapoor visited Tirupati Balaji Temple

Advertisement
POST A COMMENT