scorecardresearch
 
Advertisement

Justin Bieber in Ambani's Wedding Video: অনন্ত- রাধিকার সঙ্গীতে পারফর্ম করবেন জাস্টিন বিবার! পারিশ্রমিক কত নিচ্ছেন জানেন?

Justin Bieber in Ambani's Wedding Video: অনন্ত- রাধিকার সঙ্গীতে পারফর্ম করবেন জাস্টিন বিবার! পারিশ্রমিক কত নিচ্ছেন জানেন?

Justin Bieber- Ambani's Weddin : আম্বানি পরিবারে উৎসবের আমেজ। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত সবাই। আগামী ১২ জুলাই চার হাত এক হবে অনন্ত- রাধিকার। বিয়ে সম্পন্ন হবে হিন্দু রীতিনীতি মেনে। ৩ থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে এই বিয়ের অনুষ্ঠান। ৫ জুলাই মুম্বইয়ের নীতা মুকেশ আম্বানি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে জাকজমকপূর্ণ সঙ্গীত অনুষ্ঠানের৷ শোনা যাচ্ছে, বর- কনের পরিবার ছাড়াও, সেখানে অংশ নেবেন বলিউড তারকারা। এর পাশাপাশি পারফর্ম করবেন হলিউড তারকা জাস্টিন বিবার। শোনা যাচ্ছে, আলোচিত এই বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার জন্যে, পপ তারকা নাকি প্রায় ৮৩ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।

Advertisement