Advertisement

Parineeti and Raghav Wedding: উদয়পুর বিমানবন্দরে বিয়ের পর প্রকাশ্যে পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডা

বিয়ের পর প্রকাশ্যে এলেন রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া। নব দম্পতিকে উদয়পুর বিমানবন্দরে দেখা যায়। দিল্লি উদ্দেশ্যে তারা রওনা দেন। রবিবার আপ সাংসদ রাঘব চাড্ডার গলায় মালা দেন বলিউডের পরিণীতি চোপড়া। রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে রাঘব-পরিণীতির শুভ পরিণয় সম্পন্ন হয়। গত ২২ সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে গিয়েছিল বিয়ের সব রীতি-রেওয়াজ। রবিবার সঙ্গীত-মেহেন্দির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হলেও এদিন রাত পর্যন্ত পরিণীতি বা রাঘব কেউই বিয়ের ছবি পোস্ট করেননি। অবশেষে সোমবার সকালে সেই গোপনীয়তা ভেঙে দেওয়া হয়। প্রকাশ্যে এল সদ্য বিবাহিত দম্পতি রাঘব ও পরিণীতির বিয়ের ছবি। তারপরই তারা দিল্লির উদ্দেশ্যে রওনা হন।

Advertisement
POST A COMMENT