Advertisement

Saif Ali Khan Health Updates: 'সিংহের মতো এলেন... স্ট্রেচারও নিলেন না', সইফকে আসল 'হিরো' বলছেন ডাক্তাররা

শরীরে ৬ বার ছুরির গভীর আঘাত। রক্ত ঝরছে। সেই অবস্থাতেও স্ট্রেচার নেননি সইফ আলি খান। তাঁর সহ্যশক্তি এবং সাহসে অবাক লীলাবতি হাসপাতালের চিকিৎসকরাও। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে লীলাবতি হাসপাতালের চিকিৎসক নীতিন নারায়ণ ডাঙ্গে বলেন, 'Walked in like a Lion'। সইফ হাসপাতালে এসেও স্ট্রেচার ব্যবহার করেননি। সরাসরি হেঁটে ঢোকেন। সঙ্গে সম্ভবত ছেলে তৈমুরও ছিল।

Advertisement
POST A COMMENT