Advertisement

Anant Ambani Cruise Party: অনন্ত আম্বানি -রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ ক্রুজ পার্টিতে যোগ দিতে বিমানবন্দরে চাঁদের হাট

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ ক্রুজ পার্টিতে যোদ দিতে বিমানবন্দরে চাঁদের হাট। ক্রুজে চড়ে প্রাক-বিবাহের উৎসব ইতালিতে শুরু হবে এবং পয়লা জুন ফ্রান্সে শেষ হবে। অনুষ্ঠানে যোগ দিতে বিমানবন্দরে দেখা যায় সারা আলি খান। সারা একা ছিল না। তার সাথে তার ভাই ইব্রাহিনও ছিল। দেখা যায় জাহ্নবী কাপুর। জাহ্নবীর সঙ্গে তার বাবা বনি কাপুরও ছিলেন। এয়ারপোর্টে ডেনিম এবং ক্রপ টপে স্টাইলিস্ট এন্ট্রিও করেছেন দিশা।শানায়ার সঙ্গে তার সেরা বন্ধু অনন্যা পান্ডে যোগ দিয়েছিলেন, যিনি অনন্ত আম্বানি এবং রাধিকা বণিকের প্রাক বিবাহের পার্টিতে অতিথি তালিকায় আছেন। এছাড়া রয়েছেন করিশ্মা কাপুর, করণ কাপুর প্রমুখ।

Advertisement
POST A COMMENT