Advertisement

Sushmita Sen: হার্ট অ্যাটাকের পর কাজে ফিরলেন সুম্মিতা সেন

মাসখানেক পার হল সুম্মিতা সেনের অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। একটু একটু করে স্বাভাবিক জীবনযাপনের দিকে এগোচ্ছেন তিনি । ফের শুটিংয়েও ফিরেছেন। সেই খবর দিয়ে ইনস্টাগ্রামে পোস্টও করেছেন সুম্মিতা। গত 2 মার্চ আচমকা সুস্মিতার একটি পোস্টের আতঙ্কিত হয়ে পড়েছিলেন দেশবাসী। হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। তবে হার্ট অ্যাটাক এর আগের মুহূর্তে ঠিক কি হয়েছিল তাঁর? Aarya শ্যুটিংয়ের প্রস্তুতি শুরু হয় জয়পুরে, কিন্তু সেই শহরে নামার পরেই হার্ট অ্যাটাক হয় সুস্মিতার। কিন্তু নিজের অসুস্থতার বিষয়ে সুস্মিতার তখন কিছুই টের পাননি। পরে পরীক্ষা করার পর তিনি জানতে পেরেছেন। সেটে শ্যুট চলাকালীনই সুস্মিতার শরীর খারাপ লাগছিল। তখন সেখানেই চিকিৎসককে ডেকে আনা হয়। তিনি সুস্মিতাকে দেখার পরেই অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Summita Sen returned to work after heart attack

Advertisement