সানি লিওন। নামটা মাথায় এলেই মনে পড়ে লাস্যময়ী এক সুন্দরী। যিনি পর্ণোগ্রাফির দুনিয়া নিজের একটা জায়গা তৈরি করেছেন। আবার উরফি জাভেদ নামটা শুনলেই কী মনে পড়ে বলুন তো। আজব আজব জিনিসপত্র দিয়ে জামা কাপড় পরে রীতিমতো সবাইকে চমকে দেন। এবার সানি এবং উরফি একই মঞ্চে। তারজন্য যে তাপমাত্রার পারদটা অনেকটাই বেড়েছে তা বলাই বাহুল্য। কাকে ছেড়ে কাকে দেখবেন, সেটাই বোঝা দায়। দুজনের জামার রঙের কিছুটা মিল রয়েছে। হালকা বেগুনি রঙের অফ সোল্ডার গাউন পরেছেন সানি। ডিপ নেক, ক্লিভেজ দেখা যাচ্ছে তাঁর। অন্যদিকে উরফি নিজের মতো বেগুনি রঙের তার দেওয়া টপ পরেছেন। যেখানে তাঁর শরীরটা প্রায় পুরোটাই দেখা যাচ্ছে। অনুষ্ঠানের মঞ্চে একে অপরকে জড়িয়ে ধরেন দুই তারকা।
Urfi Javed and Sunny Leone pose together at an event