Advertisement
মনোরঞ্জন

সুপার হট হিরোইন থেকে পুরুষ! সিক্স প্যাকের ছবি দিলেন ইনি

  • 1/9

ছিলেন সুপার হট অভিনেত্রী। হলেন সিক্স প্যাক অ্যাব বানানো পুরুষ! সেক্স পরিবর্তন করার অস্ত্রোপচারের ৬ মাস পর ছবি পোস্ট করলেন কানাডিয়ান অভিনেতা এলেন পেজ।

  • 2/9

ওয়াশবোর্ড অ্যাব সিক্স প্যাকে অবাক করা ট্রান্সফর্মেশন। 

  • 3/9

হলিউড সুপারস্টার ট্রান্সজেন্ডার অভিনেতা এলেন পেজ হলিউডের নামী পরিচালকদের সঙ্গে কাজ করেছেন।

Advertisement
  • 4/9

জুনো এবং ইনসেপশন-এর মতো ছবিতে অভিনয় করেছএন এলেন। সকলেই তাঁর অভিনয়ের প্রশংসাও করেন।

  • 5/9

ওপরা উইনফ্রে শো-তে সাক্ষাৎকারে এলেজ জানান, ছোটবেলা থেকে তাঁর জীবন আর পাঁচজনের মতোই স্বাভাবিক ছিল। কিন্তু বয়ঃসন্ধির সময় শরীরের পরিবর্তন দেখে ভীষণ অস্বস্তিতে থাকতেন। এমনিতে টমবয় স্বভাবের হলেও হলিউডে তাঁর কেরিয়ার উজ্জ্বল হতেই পার্সোনালিটির সমস্যায় ভুগতে থাকেন।

  • 6/9

সাক্ষাৎকারে তিনি বলেন, জুনো প্রোমোট করার সময় রেড কার্পেটে আমি কিছু পোশাক পরেছিলাম, যার ছবি আমি নিজেই দেখতে পারিনি।

  • 7/9

কয়েক বছর পর ইনসেপশন প্রিমিয়ারের সময়ও একই ঘটনা ঘটে। আমার এক প্রকার প্যআনিক অ্যাটক হয়েছিল।

Advertisement
  • 8/9

মহিলাদের পোশাকে নিজেকে অত্যন্ত অসহজ মনে করতেন এলেন। তিনি জানান, অস্ত্রোপচারের পর যেন তিনি নিজেকে নতুন করে ফিরে পান। তিনি যে মানসিক অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন তাতে ট্রান্সজেন্ডারদের সমস্যা আরও ভালো করে বুঝতে পেরেছেন। 

  • 9/9

২০১৪ সালে এলেন জানিয়েছিলেন তিনি লেসবিয়ান। কানাডিয়ান ডান্সার এমা পোর্টারের সঙ্গে ২০১৮ সালে বিয়েও করেন। তবে ২০২১ সালে সে বিয়ে ভেঙে যায়।

Advertisement