scorecardresearch
 
Advertisement
হলিউড

১৯-এ ধর্ষণের পর প্রেগনেন্ট! রক্তাক্ত স্মৃতি নিয়ে মুখ খুললেন লেডি গাগা

গাগা
  • 1/9

তিনি কোনও পরিচয়ের অপেক্ষা রাখেন না। সারা বিশ্বে প্রবল জনপ্রিয় পপ তারকা লেডি গাগা। তাঁর জীবনেও যে এমন রক্তাক্ত স্মৃতি রয়েছে তা কে জানত!

গাগা
  • 2/9

সম্প্রতি ওপরা উইনফ্রে শো-তে এসে শোনালেন জীবনের সেই কাহিনি যা তাঁকে আমূল বদলে দিয়েছিল।

গাগা
  • 3/9

তিনি জানান, ১৯ বছর বয়সে এক মিউজিক প্রোডিউসার তাঁকে ধর্ষণ করে। তিনি বলেন, 'লোকটা আমায় নগ্ন হতে বলে। আমি অত্যন্ত অপমানিত হয়েছিলাম। সেখান থেকে চলে যাচ্ছিলাম। কিন্তু যেতে পারিনি। সে আমার কেরিয়ার শেষ করার হুমকি দিচ্ছিল। তার পর জোর করে ধর্ষণ করে।'

Advertisement
গাগা
  • 4/9

ঘটনার পর তিনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। চিকিৎসা করাতে হয় তাঁকে। এর মধ্যে কয়েক সপ্তাহ কেটে যায়।

গাগা
  • 5/9

তিনি বলেন, 'ভীষণ শরীর খারাপ লাগত তখন। ধীরে ধীরে প্রেগনেন্টে হওয়ার লক্ষণ প্রকাশ পেতে থাকে। কিন্তু আমি প্রথমে বুঝিনি। বার বার বমি হত। বেশ কয়েক মাস স্টুডিওতে বন্ধ করে রেখেছিলাম নিজেকে।'

গাগা
  • 6/9

জীবনে আর কোনও দিন সেই ব্যক্তির মুখ দেখতে চান না লেডি গাগা। ঘটনার পর যে ট্রমা এবং মানসিক অশান্তির মধ্যে দিন কেটেছে, তা মানুষ হিসাবে তাঁকে একেবারে বদলে দিয়েছিল।

গাগা
  • 7/9

তিনি জানান, দীর্ঘ দিন সাইকোটিক ব্রেকে ছিলেন। কোনও অনুভূতি ছিল না। অনেক বছর কেটে গেলেও শরীর সব কিছু মনে রাখে। তা ব্রেনকে যেন অফলাইন করে রেখেছিল।

Advertisement
গাগা
  • 8/9

প্রায় আড়াই বছর মানসিক থেরাপি করানোর পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছিলেন লেডি গাগা।

গাগা
  • 9/9

ছবি সৌজন্য লেডি গাগার ইনস্টাগ্রাম হ্যান্ডেল

Advertisement