Advertisement
মনোরঞ্জন

Oscar 2025 List: অস্কারের মঞ্চে রেকর্ড গড়ল 'আনোরা', কে কোন বিভাগে সেরা? রইল পুরো তালিকা

৯৭তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চ
  • 1/14

৯৭তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে তারকা সমাবেশ। লস অ্যাঞ্জেলসে হলিউডে আজ অর্থাত্‍ সোমবার বিশ্ববাসী দেখল এবারের অস্কার বিজেতাদের। 

সেরা অভিনেত্রী বিভাগে অস্কার
  • 2/14

অ্যাদ্রিয়েন ব্রডি (Adrien Brody) ও মাইকি ম্যাডিশন পেলেন সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী বিভাগে অস্কার। 
 

রেকর্ড গড়ল শন বেকারের ছবি আনোরা
  • 3/14

অস্কারের ইতিহাসে রেকর্ড গড়ল শন বেকারের ছবি আনোরা Sean Baker's Anora)।  
 

Advertisement
 ৫টি অস্কার পেলেন কোনও পরিচালক
  • 4/14

Anora ছবি একাই ৪টি অস্কার পেল। অস্কারের মঞ্চে এই প্রথম একই ছবিতে ৫টি অস্কার পেলেন কোনও পরিচালক। 
 

লড়াই হয় মূলত দ্য ব্রুটালিস্ট ও আনোরার মধ্যে
  • 5/14

Oscars 2025-এ সেরা ছবির তালিকায় ছিল দ্য ব্রুটালিস্ট, আনোরা সহ একাধিক ছবি। এদিন লড়াই হয় মূলত দ্য ব্রুটালিস্ট ও আনোরার মধ্যে। শেষে বাজিমাত করেন আনোরা। 
 

 সেরা অভিনেতা বিভাগে অস্কার
  • 6/14

এবারে সেরা ছবি হিসেবে অস্কার পেল Anora। সেরা অভিনেতা বিভাগে অস্কার পেলেন অ্যাদ্রিয়েন ব্রডি The Brutalist ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য। 
 

সুখী পৃথিবীর জন্য প্রার্থনা
  • 7/14

পুরস্কার হাতে নিয়ে ব্রডি বলেন, 'যুদ্ধ, নিপীড়নের দীর্ঘস্থায়ী ট্রমা, ইহুদিবিদ্বেষ, বর্ণবাদ এবং অন্য বিষয়গুলির প্রতিনিধিত্ব করতে আমি আবার এখানে এসেছি। আমি সবাইকে নিয়ে একটি সুখী পৃথিবীর জন্য প্রার্থনা করি।'

Advertisement
পুরস্কার জিতেছিলেন ব্রডি
  • 8/14

২০০২ সালে 'দ্য পিয়ানিস্ট' সিনেমার জন্য সর্বকনিষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছিলেন ব্রডি। 
 

২২ বছর পর আবারও একই মঞ্চে অস্কার
  • 9/14

মাত্র ২৯ বছর বয়সে অস্কার জেতা ছিল এক অনন্য অর্জন। তারপর প্রায় ২২ বছর পর আবারও একই মঞ্চে অস্কার হাতে উঠল তাঁর। দুবার মনোনয়ন ও দুবাইর অস্কার জেতার রেকর্ডও রয়েছে ব্রডির।
 

সেরা অভিনেত্রী বিভাগে অস্কার পেলেন মাইকি
  • 10/14

Anora ছবিতে অসামান্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে অস্কার পেলেন মাইকি ম্যাডিশন। A Real Pain ছবিতে সেরা সাপোর্টি অ্যাক্টর বিভাগে অস্কার পেলেন কিয়েরান কালকিন। 

 পুরস্কার পেলেন Anora-র পরিচলক শন বেকার
  • 11/14

এবারের অ্যাকাডেমি পুরস্কারে সেরা পরিচালকের পুরস্কার পেলেন Anora-র পরিচলক শন বেকার। সেরা সিনেমাটোগ্রাফি বিভাগে পুরস্কার পেলেন লল ক্রাওলি The Brutalist ছবিতে।

Advertisement
সেরা ফিচার ডকুমেন্টারির পুরস্কার
  • 12/14

প্যালেস্তাইন-ইজরায়েলি তথ্যচিত্র নো আদার ল্যান্ড সেরা ফিচার ডকুমেন্টারির পুরস্কার পেয়েছে। 
 

আমেরিকাতে কোনও পরিবেশক জোগাড় করতে পারেনি
  • 13/14

দুই দেশের চার সমাজকর্মী বাসেল আদ্রা, রাচেল সর, হামদান বাল্লাল এবং ইয়ুভ্যাল আব্রাহামের তৈরি এই তথ্যচিত্র আমেরিকাতে কোনও পরিবেশক জোগাড় করতে পারেনি। 
 

বাণিজ্যিক ভাবে সবথেকে সফল তথ্যচিত্র
  • 14/14

পরে তাঁরা নিজেরাই পরিবেশনা করেন। নো আদার ল্যান্ড এবছরে বাণিজ্যিক ভাবে সবথেকে সফল তথ্যচিত্র।
 

Advertisement