সবচেয়ে ভয়ঙ্কর ১০ হরর মুভি।Best Horror Movies of All Time: ভয় মানুষের একটি সাধারণ প্রবৃত্তি। আচমকা ভয় পেতে কেউ ভালোবাসেন না। কিন্তু যেচে ভয় পেতে অনেকেই ভালোবাসেন। আর সেই কারণেই হরর মুভি এত জনপ্রিয়। আজকের এই লিস্টে বিশ্বের সেরা ১০ হরর মুভির তালিকা পাবেন। হরর মুভি লাভার হলে এই ১০টি দেখা চাই-ই চাই। তবে হ্যাঁ, দুর্বল হৃদয়ের ব্যক্তিরা এগুলি অ্যাভয়েড করুন। সেক্ষেত্রে বরং এটা পড়ুন: Netflix এ 150 টাকায় থ্রিলারের ঝড়! ঘুম উড়িয়ে দেবে এই ১০টা দুর্ধর্ষ সিনেমা
১০. Annabelle (2014)
একটি পুতুলের ভিতরে শয়তানের বাসা। ‘দ্য কঞ্জুরিং’ ইউনিভার্সের(অবশ্যই দেখবেন) মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এই সিনেমা। ঘরের আঁধারে বসে থাকা অ্যানাবেলের সেই দৃশ্য আজও দর্শকদের ভয়ে কুঁকড়ে দেয়।
৯. It (2017)
স্টিফেন কিং এর উপন্যাস থেকে বানানো। অ্যানডি মুশিয়েত্তির দুর্দান্ত পরিচালনা। ব্লকবাস্টার হিট ছবি। বড় পর্দায় হররের জনপ্রিয়তা ফেরানোর পিছনে এই সিনেমারই ক্রেডিট বেশি।
৮. Audition (1999)
শান্ত, নিরীহ মুখের আড়ালে যখন লুকিয়ে থাকে বিকারের বাসা। ভয় কী, তা বুঝতে হলে এই সিনেমাটা দেখুন। স্পয়লার দেব না, খালি এটুকুই বলব, 'পিয়ানোর তার'! বাকিটা সিনেমাটা দেখলেই বুঝবেন।
৭. It Follows (2014)
ভয় সবসময় তাড়া করে বেড়াচ্ছে। তবে সে তোমার পিছনে দৌড়োয় না। হেঁটে হেঁটেই আসে। এক অদ্ভুত ‘কার্স’(অভিশাপ) এর গল্প। ভয় যেন ঠিক ছায়ার মতো ফলো করে বেড়াবে গোটা সিনেমা জুড়ে। আধুনিক হরর সিনেমার প্রতীক ইট ফলোজ।
৬. Psycho (1960)
আলফ্রেড হিচককের কিংবদন্তি। এতটাই ভাল যে ফিল্ম স্টাডিজের সিলেবাসেও থাকে। তথাকথিক ভূতের গল্প ঠিক নয়। বরং এক ভয়ানক সাইকোলজিকাল থ্রিলার ভাবতে পারেন। বিশ্বের সেরা সিনেমাগুলির তালিকাতেও একে রাখা হয়।
৫. The Blair Witch Project (1999)
শুরু থেকে শেষ, এমনই টানটান রহস্য যে নাওয়া খাওয়া ভুলে যাবেন। হরর সিনেমায় ‘ফাউন্ড ফুটেজ’ নামের একটা কনসেপ্ট আছে। সেটাকে জনপ্রিয় করার নেপথ্যে এই সিনেমা। অচেনা বনের মধ্যে হারিয়ে যাওয়া তিন তরুণ-তরুণীর আতঙ্কের অভিজ্ঞতাই এই সিনেমার মূলে। একবার দেখলে ভুলতে পারবেন নায
৪. The Shining (1980)
স্ট্যানলি কুব্রিকের দুর্দান্ত সৃষ্টি। পাহাড়ের মাথায় এর নিরিবিলি হোটেলে গল্পের সূত্রপাত। থ্রিলিং স্টোরিলাইন, রূপকধর্মী সিনেমাটোগ্রাফি। কোনও এক শীতের রাতে দেখে নিন। হতাশ হবেন না।
৩. The Exorcist (1973)
শোনা যায়, এই সিনেমা দেখে হল থেকে বেরিয়ে অনেকে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছিলেন। অনেকে মাঝপথেই বাড়ি পালিয়েছিলেন। অনেকের আবার বেশ কয়েকদিন রাতের ঘুম উড়ে গিয়েছিল। এক ছোট্ট মেয়ের শরীরে দানবের প্রভাব নিয়ে এই সিনেমা। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় হরর সিনেমা।
২. The Texas Chainsaw Massacre (1974)
চেইনস হাতে লেদারফেস, কদর্যতা আর বীভৎসতার চরম এই সিনেমা। রক্তারক্তি কাণ্ড দেখতে ভয় লাগলে এটা অ্যাভয়েড করুন।
১. The Conjuring (2013)
হরর সিনেমা মানেই যে কেউ মুখোশ পরে ভয় দেখাবে, তা নয়। সাধারণ আলো ছায়ার খেলা, সাউন্ড ডিরেকশনই যে ঘুম উড়িয়ে দিতে পারে, তার প্রমাণ এই সিনেমা। নির্মাতাদের দাবি, এটি বাস্তব ঘটনার ভিত্তিতে বানানো। আধুনিক হরর সিনেমার সেরার শিরোপা দেওয়া হয় কনজিউরিংকে।
আপনি কি আমাদের আর কোনও হরর মুভি সাজেস্ট করতে চান? জানান কমেন্টে।
দ্রষ্টব্য: হরর মুভি শুধুমাত্র প্রাপ্তমনষ্কদের বিনোদনের জন্য। অযথা ভয় বা কুসংষ্কার ছড়ানো এর উদ্দেশ্য নয়।