Rob Reiner : বাড়িতেই হলিউড অভিনেতা ও তাঁর স্ত্রী'র রক্তাক্ত দেহ উদ্ধার, শরীরে ছুরির আঘাত

হলিউডের বিখ্যাত পরিচালক তথা অভিনেতা রব রেইনার ও তাঁর স্ত্রী মিশেল সিঙ্গার রেইনারের মৃতদেহ উদ্ধার। লস অ্যাঞ্জেলসে বাড়ি থেকেই দম্পতির দেহ উদ্ধার হয়। রবিবার দুপুরে রব ও মিশেলকে মৃত অবস্থায় পাওয়া যায়।

Advertisement
বাড়িতেই হলিউড অভিনেতা ও তাঁর স্ত্রী'র রক্তাক্ত দেহ উদ্ধার, শরীরে ছুরির আঘাত  Rob Reiner
হাইলাইটস
  • হলিউডের বিখ্যাত পরিচালক তথা অভিনেতা রব রেইনার ও তাঁর স্ত্রী মিশেল সিঙ্গার রেইনারের মৃতদেহ উদ্ধার
  • লস অ্যাঞ্জেলসে বাড়ি থেকেই দম্পতির দেহ উদ্ধার হয়

হলিউডের বিখ্যাত পরিচালক তথা অভিনেতা রব রেইনার ও তাঁর স্ত্রী মিশেল সিঙ্গার রেইনারের মৃতদেহ উদ্ধার। লস অ্যাঞ্জেলসে বাড়ি থেকেই দম্পতির দেহ উদ্ধার হয়। রবিবার দুপুরে রব ও মিশেলকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁদের দেহে ছুরির আঘাতে রয়েছে। তা থেকে গোয়েন্দাদের অনুমান, খুন করা হয়েছে দম্পতিকে। 

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। যা দেখে প্রাথমিক ভাবে ছুরির আঘাত বলে মনে করা হচ্ছে। যদিও এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে বিস্তারিত জানানো হয়নি। তবে ঘটনার তদন্ত চলছে। 

১৯৪৭ সালের ৬ মার্চ নিউ ইয়র্কের ব্রঙ্কসে জন্ম রেইনারের। তাঁর বাবা কার্ল রেইনারও ছিলেন বিশিষ্ট লেখক ও অভিনেতা। টেলিভিশনের স্বর্ণযুগে তাঁর অনেক অবদান রয়েছে। 

হলিউডে আসার পর রেইনার ইউসিএলএ ফিল্ম স্কুলে লেখাপড়া করেন। ব্যাটম্যান, দ্যাট গার্ল এবং দ্য বেভারলি হিলবিলিসের মতো জনপ্রিয় ধারাবাহিকে ছোটখাটো চরিত্রে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন। এন্টার লাফিং (১৯৬৭) তাঁর প্রথম অভিনীত ছবি। 

অল ইন দ্য ফ্যামিলিতে তাঁর করা জামাইয়ের চরিত্রটি বেশ নজর কেড়েছিল। সেই থেকে তিনি লাইমলাইটে চলে আসেন। সেজন্য ১৯৭৪ এবং ১৯৭৮ সালে এমি পুরস্কারও পান। 

তাঁর প্রথম পরিচালিত ছবি দিস ইজ স্পাইনাল ট্যাপ। পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্যকার ও সহ অভিনেতাও ছিলেন তিনি। ছবিটি হিট করে। নজর কাড়েন রব রেইনার। তারপর পরিচালক হিসেবে আর ফিরে তাকাতে হয়নি। 

আটের দশকের শেষের দিকে এবং নয়ের দশকের গোড়ার দিকে, রেইনার 'স্ট্যান্ড বাই মি', দ্য প্রিন্সেস ব্রাইড, হোয়েন হ্যারি মেট স্যালির মতো বিখ্যাত সব ছবিতে কাজ করেছেন। তিনি ক্যাসল রক এন্টারটেইনমেন্টের সহ-প্রতিষ্ঠাতাও ছিলেন। 

সমকামীদের অধিকার নিয়ে কাজ করতে শুরু করেছিলেন রব রেইনার। তিনি সক্রিয়ভাবে রাজনৈতিক দলকে সমর্থন করতেন। তবে কোনওদিন নির্বাচিত প্রতিনিধি হতে চাননি। জানিয়েছিলেন, 'আমি সক্রিয় রাজনীতি করলেও কর্মকর্তা হতে চাই না। আমি আমার কাজ শেষ করে যেতে চাই।'  

Advertisement

 

POST A COMMENT
Advertisement