scorecardresearch
 

গ্যাল গাদো-কে Genocide Barbie বললেন পর্নস্টার মিয়া খলিফা

নিজের দেশ ইজরায়েলকে (Israel) সমর্থন করে পোস্ট করার পর থেকে তিনি সমালোচিত হচ্ছেন। এ বার সমালোচকদের তালিকায় যুক্ত হলেন প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফা (Mia Khalifa)। লাগাতার প্যালেস্তাইনের সমর্থনে সোচ্চার হওয়া মিয়া সরাসরি গ্যাল-কে তোপ দাগলেন সোশাল মিডিয়ায়।

Advertisement
গ্যাল গাদো - মিয়া খলিফা গ্যাল গাদো - মিয়া খলিফা
হাইলাইটস
  • মিয়া লেখেন, '#SynderCut চেয়েছিলাম, জেনোসাইড বারবি চাইনি।'
  • পোস্টেই পরিষ্কার যে তিনি প্যালেস্তাইনের মৃত্যু মিছিলকে সমর্থন করার জন্য গ্যাল গাদো-র নাম দিয়েছেন গণহত্যার বারবি।

প্যালেস্তাইন এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধের পরিস্থিতি নিয়ে সোশাল পোস্ট করার পর থেকে একের পর এক বিতর্কে জড়াচ্ছেন 'ওয়ান্ডার উওম্যান' গ্যাল গাদো (Gal Gadot)। নিজের দেশ ইজরায়েলকে (Israel) সমর্থন করে পোস্ট করার পর থেকে তিনি সমালোচিত হচ্ছেন। এ বার সমালোচকদের তালিকায় যুক্ত হলেন প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফা (Mia Khalifa)। লাগাতার প্যালেস্তাইনের সমর্থনে সোচ্চার হওয়া মিয়া সরাসরি গ্যাল-কে তোপ দাগলেন সোশাল মিডিয়ায়।

কয়েক মাস আগে মুক্তি পাওয়া ওয়ান্ডার উওম্যান 84-এর (Wonder Woman 1984) পোস্টারে DC Comics-এর টুইটে রিপ্লাই করে মিয়া লেখেন, '#SynderCut চেয়েছিলাম, জেনোসাইড বারবি চাইনি।' পোস্টেই পরিষ্কার যে তিনি প্যালেস্তাইনের মৃত্যু মিছিলকে সমর্থন করার জন্য গ্যাল গাদো-র নাম দিয়েছেন গণহত্যার বারবি। পোস্টে মিয়াকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বহু লোক তাঁকে সমর্থন করে গ্যালের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন। অন্য দিকে, কেউ কেউ ওয়ান্ডার উওম্যামের সমর্থনে কমেন্ট করেছেন, গ্যাল আসলে শান্তি এবং দুই দেশের মধ্যে সমঝোতার কথা বলেছেন। যা কথা বার্তার মাধ্যমে মিটিয়ে নেওয়া হোক। বিশ্বের বেশির ভাগ মানুষের মতোই তিনি শান্তির পথেই বিশ্বাসী।

 

প্রায় এক সপ্তাহ আগে গ্যাল একটি টুইটে লেখেন, 'My heart breaks. My country is at war. I worry for my family, my friends. I worry for my people. This is a vicious cycle that has been going on for far too long. Israel deserves to live as a free and safe nation, our neighbors deserve the same. I pray for the victims and their families, I pray for this unimaginable hostility to end, I pray for our leaders to find the solution so we can live side by side in peace. I pray for better days.'

Advertisement

 

টুইট প্রকাশ্যে আসার পর থেকে প্রবল ট্রোলিংয়ের মুখে পড়তে হয় গ্যাল-কে। যার ফলেই তিনি টুইটার এবং ইনস্টাগ্রামে কমেন্ট সেকশন ডিসেবল করে দেন। ২০০৪ সালে তিনি মিস ইজরায়েল খেতাব জেতেন। তার পর দেশের নিয়ম অনুযায়ী ২ বছর ইজরায়েল সেনায় কাজ করেছিলেন গ্যাল গাদো। অনেকেই এটা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তাঁকে। কমেন্টে করেছেন, যে নিজে ইজরায়েল সেনার হয়ে কাজ করেছে, সে তাদের গণহত্যা দেখতে পাবে কী ভাবে!

 

Advertisement