Bryan Adams in Kolkata: ভিক্টোরিয়া-বাবুঘাট ঘুরলেন ব্রায়ান, কলকাতার প্রেমে 'Summer of 69' গায়ক, VIDEO

ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবে গত ৮ ডিসেম্বর রবিবার কলকাতায় কনসার্ট করেছেন ব্রায়ান অ্যাডামস। রবিবাসরীয় কলকাতাকে সুরের মূর্চ্ছনায় ভাসিয়েছেন ব্রায়ান অ্যাডামস । বলা যায় সেই রেশ এখনও চলছে। ব্রায়ান জ্বরে কাবু গোটা শহর। কনসার্টে রবিবার ছিল উপচে পড়া ভিড়। ব্রায়ানের ম্যাজিকে বুঁদ কলকাতা, তেমন কলকাতাবাসীর উন্মাদনায় মুগ্ধ খোদ রক সম্রাট। এই শহরে প্রথমবার পা রেখে কানাডিয়ান গায়ক জানিয়েছেন এটা তাঁর কাছে চিরস্মরণীয় এক অভিজ্ঞতা। ব্রায়ান বলেন, “এই শহরের প্রতিটা কনসার্টই কি এমন হয়? এত ভালো ক্রাউড? তাহলে তো আবার আসতে হবে দেখছি।”

Advertisement
ভিক্টোরিয়া-বাবুঘাট ঘুরলেন ব্রায়ান, কলকাতার প্রেমে 'Summer of 69' গায়ক, VIDEO কলকাতা ঘুরলেন ব্রায়ান অ্যাডামস

ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবে গত ৮ ডিসেম্বর রবিবার কলকাতায় কনসার্ট করেছেন ব্রায়ান অ্যাডামস।  রবিবাসরীয় কলকাতাকে সুরের মূর্চ্ছনায় ভাসিয়েছেন ব্রায়ান অ্যাডামস । বলা যায় সেই রেশ এখনও চলছে। ব্রায়ান জ্বরে কাবু গোটা শহর। কনসার্টে রবিবার ছিল উপচে পড়া ভিড়। ব্রায়ানের ম্যাজিকে বুঁদ কলকাতা, তেমন কলকাতাবাসীর উন্মাদনায় মুগ্ধ খোদ রক সম্রাট। এই শহরে প্রথমবার পা রেখে কানাডিয়ান গায়ক জানিয়েছেন এটা তাঁর কাছে চিরস্মরণীয় এক অভিজ্ঞতা। ব্রায়ান বলেন, “এই শহরের প্রতিটা কনসার্টই কি এমন হয়? এত ভালো ক্রাউড? তাহলে তো আবার আসতে হবে দেখছি।”

শহরে  অনুষ্ঠানের পরে, তিনি কলকাতা  ঘুরে দেখেন এবং দর্শনীয় স্থানগুলি উপভোগ করেন। সেই অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন গায়ক।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bryan Adams (@bryanadams)

ভিডিওতে, ব্রায়ান অ্যাডামসকে কলকাতার আইকনিক ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ছবির জন্য পোজ দিতে দেখা গেছে। গঙ্গা নদীর ঘাটের কাছেও ছবি তোলেন তিনি।  ব্রায়ান অ্যাডামস ক্যাপশন দিয়েছেন, "আমাদের দুর্দান্ত ভারত সফরে  শিলং-এ যাওয়ার আগে কলকাতার সাইটগুলি পরিদর্শন করে দিনটি কাটিয়েছি।"

প্রসঙ্গত, প্রথমবার কলকাতায় শো করলেন ব্রায়ান অ্যাডামস। ব্রায়ানকে ঘিরে শ্রোতামহলে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। ডিসেম্বরের শীতের সন্ধ্যায় শহরকে নস্ট্যালজিয়ায় ভাসিয়ে দিয়েছিলেন ব্রায়ান অ্যাডামস। ব্রায়ানের কনসার্ট থেকে সেলেবদের ক্যামেরাবন্দি সব মুহূর্ত নেটপাড়ায় ছড়িয়েছে। তাতে দেখা গিয়েছে, মঞ্চে যখন ‘সামার অফ সিক্সটি নাইন’, ‘এভরিথিং আই ডু’, ‘হেভেন’, ‘প্লিজ ফরগিভ মি’ একের পর এক গান। তার মধ্যে ভক্তদের উল্লাস। কেউ মন খুলে নাচলেন, কেউ বা গায়ে কাঁটা দেওয়া মুহূর্ত শুধু বিস্ময় দৃষ্টিতে চেয়ে উপভোগ করে গেলেন। 

ইন্ডিয়া টুডে ডিজিটালের সঙ্গে কথোপকথেন  এরআগে   গায়ক ভারতের তার সবচেয়ে প্রিয় স্মৃতি ভাগ করেছেন। তিনি বলেন, "প্রিয়াঙ্কা চোপড়া এবং কাপুর পরিবারের সঙ্গে দেখা হওয়া একটি অসাধারণ স্মৃতি। সঙ্গীত এবং জীবন সম্পর্কে আমাদের একটি চমৎকার কথোপকথন হয়েছিল। এবং হ্যাঁ, আমি ভারতীয় খাবারে মেত ছিলাম - আমি ডাল খুব পছন্দ করি !"

Advertisement

উল্লেখ্য,  দ্য সো হ্যাপি ইট হার্টস সফরটি ব্রায়ান অ্যাডামসের ষষ্ঠ ভারত সফর, তবে কলকাতায় এটি ছিল তার প্রথম কনসার্ট।

POST A COMMENT
Advertisement