scorecardresearch
 
Advertisement

Robert De Niro : 79 বছরে বাবা হয়ে তাক লাগালেন হলিউড অভিনেতা!

Robert De Niro : 79 বছরে বাবা হয়ে তাক লাগালেন হলিউড অভিনেতা!

বয়সটা নেহাতই একটা সংখ্যা। তাই তো 79 বছর বয়সে ফের বাবা হলেন এক অভিনেতা। এই বয়সে এসে তিনি সপ্তম সন্তানের বাবা হলেন। তবে সন্তানের মা কে। সেই নিয়ে একটা জল্পনা রয়ে গেছে। ভাবছেন তো কোন অভিনেতা এই কীর্তি ঘটিয়ে শিরোনামে উঠে এসেছেন। তিনি হলিউডের জনপ্রিয় নাম রবার্ট ডি নিরো। তবে কিছু দিন আগে ওই অভিনেতা তাঁর নতুন প্রেমিকা টিফানি চেন বেবিবাম্পের ছবি শেয়ার করেছিলেন। 51 বছর বয়সে তাঁর প্রথম সন্তানের জন্ম হয়। কিছুদিন আগে তিনি ছবির প্রচারে এসে বলেছিলেন সন্তান না চাইলেও মাঝেমাঝে কোনও উপায় থাকে না। অভিনেতার প্রথম স্ত্রী ডায়ানা অ্যাবোটের দুই সন্তান রয়েছে। তাঁর মেয়ের বয়স 51 আর ছেলের বয়স 41। সব মিলিয়ে হিসাব করলে এই মুহূর্তে নাতি নাতনির সঙ্গে খেলার বয়স অভিনেতার। কিন্তু সেই বয়সে এসে তিনি নিজেই বাবা হয়ে তাক লাগিয়ে দিলেন। 1995 সালে তিনি তাঁর প্রাক্তন বান্ধবী, মডেল এবং অভিনেত্রী টুকি স্মিথের সঙ্গে যমজ পুত্র সন্তান জুলিয়ান এবং অ্যারনের অভিভাবক হন। ডি নিরোর আরও এক ছেলে এলিয়ট এবং মেয়ে হেলেন গ্রেস রয়েছে। তাঁদের মা রবার্টের প্রাক্তন স্ত্রী গ্রেস হাইটাওয়ার। 2021 সালে টিফানি চেনের সঙ্গে রবার্টের পরিচয় হয়।

Robert De Niro welcomes 7th child at 79!

TAGS:
Advertisement