১৫ অক্টোবর আমাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে প্রাক্তন জাতীয় ক্রিকেটার, অফস্পিনার টারবুনেটর হরভজন সিং এর প্রথম সিনেমা। তা নিয়ে নিজেই টুইট করেছেন ভাজ্জি।
তামিল তেলেগু এবং হিন্দি এই তিন ভাষায় নতুন সিনেমা আসতে চলেছে। সিনেমাটি পরিচালনা করেছেন পল রাজ এবং সুরিয়া। এছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন অর্জুন এবং শ্রীলঙ্কান অভিনেত্রী লেসলিয়া মারিয়ানেসন।
গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমা হলে। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। ইতিমধ্যেই হরভজনের ফিল্মের ট্রেলার জনপ্রিয় হয়েছে।
সৌরভ জমানার জাতীয় দলে জনপ্রিয় ও বিদেশী খেলোয়ারদের ত্রাস ভাজ্জিপার অভিনয় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। ট্রেলারে তাঁর অভিব্যক্তি সাবলীল লেগেছে বলে মন্তব্য করেছেন খোদ ভিভিএস লক্ষ্মণ।
যদিও ভাজ্জি নিজে জানিয়েছেন, তাঁর স্ত্রী, অভিনেত্রী গীতা বসরা তাঁকে বলেছিলেন, যে তোমার দ্বারা অভিনয় হবে না। তারপরও তিনি যে অভিনয় চালিয়ে গিয়েছেন তাতে নিজের পিঠ চাপড়ে দিয়েছেন অফ স্পিনার নিজেই।
এক সময়ে বিপক্ষ ব্যাটসম্যানদের ত্রাস হরভজনের ক্যারিয়ার প্রায় পড়তির দিকে। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে আর ভাবা হয় না। বেশ কয়েক বছর হয়ে গেল ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেলেও সেখানেও তার ফর্ম এখন খুব একটা ভালো নয়।
২০২১ এর আইপিএল নিলামের প্রথম পর্যায়ে তিনি অবিক্রিত থেকে গিয়েছিলেন। পরে শেষ মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স তাঁকে বেস প্রাইস ২ কোটি টাকায় কিনে নেয়। তবে আইপিএলে এখনও পর্যন্ত তিনি মাঠে নামার সুযোগ পাননি। নাইট রাইডার্স অবশ্য কোয়ালিফায়ারে চলে গিয়েছে।
২০২১ শুরু হওয়ার আগে চেন্নাই সুপার কিংস দলে খেলেছিলেন। সেখানে খেলার সময় চেন্নাইয়ে ছিলেন দীর্ঘদিন। সে সময়ই তিনি অভিনয়ের অফার পান। প্রথমে ভাষার জন্য ইতস্তত করলেও পরে রাজি হয়ে গিয়েছিলেন।
টুইটারে ভাল প্রতিক্রিয়া পেয়েছে হরভজনের প্রথম সিনেমা। অভিনেতা হিসেবেও কামাল করে দিয়েছেন ভারতীয় টিমের ‘টারবুনেটর’। এমনটাই জানিয়েছেন অনেকে।