scorecardresearch
 
Advertisement
ওটিটি

১৫ অক্টোবর মুক্তি হরভজন সিংয়ের প্রথম মুভি, টুইটারে পোস্ট ভাজ্জির

ফ্রেন্ডশিপ নিয়ে উত্তেজিত হরভজন
  • 1/10

১৫ অক্টোবর আমাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে প্রাক্তন জাতীয় ক্রিকেটার, অফস্পিনার টারবুনেটর হরভজন সিং এর প্রথম সিনেমা। তা নিয়ে নিজেই টুইট করেছেন ভাজ্জি।

ফ্রেন্ডশিপ নিয়ে উত্তেজিত হরভজন
  • 2/10

তামিল তেলেগু এবং হিন্দি এই তিন ভাষায় নতুন সিনেমা আসতে চলেছে। সিনেমাটি পরিচালনা করেছেন পল রাজ এবং সুরিয়া। এছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন অর্জুন এবং শ্রীলঙ্কান অভিনেত্রী লেসলিয়া মারিয়ানেসন।

 

ফ্রেন্ডশিপ নিয়ে উত্তেজিত হরভজন
  • 3/10

গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমা হলে। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। ইতিমধ্যেই হরভজনের ফিল্মের ট্রেলার জনপ্রিয় হয়েছে। 

 

 

Advertisement
ফ্রেন্ডশিপ নিয়ে উত্তেজিত হরভজন
  • 4/10

সৌরভ জমানার জাতীয় দলে জনপ্রিয় ও  বিদেশী খেলোয়ারদের ত্রাস ভাজ্জিপার অভিনয় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। ট্রেলারে তাঁর অভিব্যক্তি সাবলীল  লেগেছে বলে মন্তব্য করেছেন খোদ ভিভিএস লক্ষ্মণ।

ফ্রেন্ডশিপ নিয়ে উত্তেজিত হরভজন
  • 5/10

যদিও ভাজ্জি নিজে জানিয়েছেন, তাঁর স্ত্রী, অভিনেত্রী গীতা বসরা তাঁকে বলেছিলেন, যে তোমার দ্বারা অভিনয় হবে না। তারপরও তিনি যে অভিনয় চালিয়ে গিয়েছেন তাতে নিজের পিঠ চাপড়ে দিয়েছেন অফ স্পিনার নিজেই।

ফ্রেন্ডশিপ নিয়ে উত্তেজিত হরভজন
  • 6/10

এক সময়ে বিপক্ষ ব্যাটসম্যানদের ত্রাস হরভজনের ক্যারিয়ার প্রায় পড়তির দিকে। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে আর ভাবা হয় না। বেশ কয়েক বছর হয়ে গেল ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেলেও সেখানেও তার ফর্ম এখন খুব একটা ভালো নয়।

ফ্রেন্ডশিপ নিয়ে উত্তেজিত হরভজন
  • 7/10

২০২১ এর আইপিএল নিলামের প্রথম পর্যায়ে তিনি অবিক্রিত থেকে গিয়েছিলেন। পরে শেষ মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স তাঁকে বেস প্রাইস ২ কোটি টাকায় কিনে নেয়। তবে আইপিএলে এখনও পর্যন্ত তিনি মাঠে নামার সুযোগ পাননি। নাইট রাইডার্স অবশ্য কোয়ালিফায়ারে চলে গিয়েছে।

Advertisement
ফ্রেন্ডশিপ নিয়ে উত্তেজিত হরভজন
  • 8/10

২০২১ শুরু হওয়ার আগে চেন্নাই সুপার কিংস দলে খেলেছিলেন। সেখানে খেলার সময় চেন্নাইয়ে ছিলেন দীর্ঘদিন। সে সময়ই তিনি অভিনয়ের অফার পান। প্রথমে ভাষার জন্য ইতস্তত করলেও পরে রাজি হয়ে গিয়েছিলেন।

ফ্রেন্ডশিপ নিয়ে উত্তেজিত হরভজন
  • 9/10

টুইটারে ভাল প্রতিক্রিয়া পেয়েছে হরভজনের প্রথম সিনেমা। অভিনেতা হিসেবেও কামাল করে দিয়েছেন ভারতীয় টিমের ‘টারবুনেটর’। এমনটাই জানিয়েছেন অনেকে।  

 

ফ্রেন্ডশিপ নিয়ে উত্তেজিত হরভজন
  • 10/10

ছবিতে কলেজ পড়ুয়ার চরিত্রে অভিনয় করেছেন হরভজন। তাঁর সঙ্গেই এ সিনেমায় ডেবিউ করেছেন শ্রীলঙ্কার টেলিভিশন তারকা লেসলিয়া।প্রথমে হালকা চালে কলেজের দুষ্টু-মিষ্টি কাহিনি এগোতে থাকে। পরে প্রভাবশালী রাজনীতিবিদের প্রবেশে গল্পের মোড় ঘুরে যায়। বাকিটা সিনেমায় দেখতে হবে।

Advertisement