ওয়েব সিরিজে পা রাখতে চলেছেন অভিনেত্রী দেবলীনা দত্ত ও সৃজনী মিত্র মুস্তাফি। তপন সাহা পরিচালিত এই নতুন সিরিজ 'কালিম্পং ক্রাইম্স' (Kalimpong Krimes) আসছে ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্মে।
সিরিজে সিআইডি তদন্তকারী অফিসার সায়নী ব্রহ্মের চরিত্রে অভিনয় করছেন দেবলীনা দত্ত (Debleena Dutt)।
সৃজনীকে দেখা যাবে নায়িকা মল্লিকার চরিত্রে। পায়েল মুখার্জি অভিনয় করবেন নায়িকা সায়রার চরিত্রে এবং ত্রম্বক রায়চৌধুরীকে দেখা যাবে নায়ক রাহুলের চরিত্রে। ওয়েব সিরিজে এছাড়াও অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী, রানা বসু ঠাকুর সহ অন্যান্যরা।
'কালিম্পং ক্রাইমস' মূলত একটি সিনেমা তৈরির শ্যুটিং-র গল্পের প্রেক্ষাপটে, অন্তর্নিহিত আর একটি 'গল্প'। রোমহর্ষক ষড়যন্ত্র, ধারাবাহিক খুন ও তার সুত্র অনুসন্ধান মূলক সিরিয়াল কিলিং-র তদন্ত কাহিনি এটি।
গল্পের সূত্রপাত, একটি সিনেমার শ্যুটিং দলের কালিম্পং পৌঁছানো নিয়ে। মনোরম প্রাকৃতিক দৃশ্যে ঘেরা কালিম্পংয়ের কুয়াশাচ্ছন্ন ডেলো'তে একটি পুরানো ব্রিটিশ ট্যুরিস্ট লজ গল্পটির প্রাণকেন্দ্রে।
কালিম্পংয়ের পর্বতমালা, অপূর্ব সুন্দর তিস্তা নদীকূলে চিত্রায়িত হয়েছে এই ওয়েব সিরিজ। গল্পটির ধারাবাহিকতা আর রহস্যের টান টান উত্তেজনা দর্শকদের শেষ পর্যন্ত আকর্ষীত করবে বলেই বিশ্বাস সিরিজের নির্মাতাদের।
দর্শকদের মনরঞ্জনের জন্যে 'কালিম্পং ক্রাইমস'-র বিভিন্ন ফ্রেমে রয়েছে টানটান উত্তেজনা, রহস্য, যৌনতা -এই সব কিছুই।
সেই সঙ্গে মিলবে 'সিনেমার মধ্য সিনেমার' -সেই স্বাদ। যা সকলের সামনে নিয়ে আসবে এক অন্য ধারার গল্প। চেনা গল্পের মাঝেও যেন খুঁজে পাওয়া যাবে নতুন কোনও স্বাদ।