Advertisement
মনোরঞ্জন

Rakhi Sawant on Bigg Boss OTT: স্পাইডারম্যান বেশে 'বিগ বস ওটিটি'-তে রাখি! দেখুন 'ড্রামা ক্যুইন'-র PHOTOS

  • 1/9

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তকে (Rakhi Sawant) সকলে 'ড্রামা ক্যুইন' বলেই চেনেন। কীভাবে সকলের দৃষ্টি আকর্ষণ করতে হয়, তা তিনি খুব ভাল করে জানেন। 'বিগ বস ১৪' -র হাউজে ওয়াইল্ড কার্ডে রাখির প্রবেশের পর থেকে বিভিন্ন আলোচনা চলতেই থাকে। বাদ গেল না 'বিগ বস ওটিটি' (Bigg Boss OTT)-ও। 

 

 

  • 2/9

সামনে এসেছে রাখি সাওয়ান্তের বেশ কিছু ছবি। যেখানে স্পাইডারম্যানের (Spiderman) ড্রেস পরে আছেন অভিনেত্রী। 'বিগ বস ওটিটি'-র হাউজে প্রবেশের আগে পাপারাৎজিদের ক্যামেরায় লেন্সবন্দী হয়েছেন তিনি। যেখানে সকলের সামনে পোজও দিয়েছেন তিনি। 

  • 3/9

প্রথমে সেখানে উপস্থিত কেউই তাঁকে চিনতে পারেননি। কারণ মাথা থেকে পা পর্যন্ত তাঁর কস্টিউমে ঢাকা ছিল। স্পাইডারম্যানে মাস্কের ভিতরে মুখের একপাশেও আঁকা রয়েছে স্পাইডারম্যানের জাল। এমনকি তাঁর ট্রলি ব্যাগও একই প্রিন্টের। 
 

Advertisement
  • 4/9

চিনতে পারা মাত্রই তাঁর ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন সকলে। আর রাখিও তা যথেষ্ট মজা পান এবং বিভিন্ন রকম ভঙ্গীতে পোজ দিতে থাকেন। 

  • 5/9

এর আগে বিভিন্ন সময়ে ভিন্ন ভাবে সেজে সকলের সামনে ধরা দিয়েছিলেন রাখি সাওয়ান্ত। এবার স্পাইডারম্যান ড্রেসের সঙ্গে গলায় ভারী নেকপিস পরেছেন অভিনেত্রী। 

  • 6/9

রাখি সাওয়ান্তের এই ছবিগুলি প্রকাশ্যে আসার পরই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

  • 7/9

ফ্যানরা এতদিন অপেক্ষায় ছিলেন, কবে তিনি 'বিগ বস' -এ অংশগ্রহণ করবেন। এর আগে সিজন ১৪-তে, রাখি সাওয়ান্তের উপস্থিতি শো-টিকে নম্বর ৬-এ পৌঁছে দিয়েছিল। 

Advertisement
  • 8/9

বলা চলে, সকলেরই অপেক্ষা করছেন, এইবারে তিনি কী কী মজা করে সকলকে চমক দেবেন, জা তিনি বরাবরই করে থাকেন। 

  • 9/9

এর আগে শোয়ে তাঁকে আমন্ত্রণ না জানানোর জন্য ইন্সটা স্টোরিতে ভিডিয়োর মাধ্যমে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাখি সাওয়ান্ত। তিনি বলেন, "আমি সত্যিই খুব দুঃখ পেয়েছি। 'বিগ বস ওটিটি'-তে সিডনাজকে ডাকা হলেও আমায় ডাকা হয়নি। আমি তাও আসছি বিগ বস..." (সমস্ত ছবি সৌজন্য: যোগেন শাহ) 
 

Advertisement