Advertisement
মনোরঞ্জন

এবার ওটিটি- তে একসঙ্গে গায়ক সিধু ও 'রসগোল্লা' খ্যাত অবন্তিকা! দেখুন শ্যুটিংয়ের PHOTOS

'মুখোশ'-এর নেপথ্য দৃশ্য
  • 1/9

এবার স্ক্রিন শেয়ার করবেন সঙ্গীত শিল্পী সিধু ও অভিনেত্রী অবন্তিকা বিশ্বাস। আসতে চলেছে একটি ওয়েব সিরিজ 'মুখোশ'। পরিচালনায় রয়েছেন তুহিন সিনহা।
 

'মুখোশ'-এর নেপথ্য দৃশ্য
  • 2/9

 স্বভূমী এন্টারটেনমেন্টর ব্যানারে তৈরী হচ্ছে সিরিজ, যেটি প্রযোজনা করছেন বিশিষ্ট শিশু চিকিৎসক ড: প্রবীর কুমার ভৌমিক।
 

'মুখোশ'-এর নেপথ্য দৃশ্য
  • 3/9

ক্রাইম থ্রিলারধর্মী এই সিরিজটির ৬ টি এপিসোডের পরতে পরতে রয়েছে রহস্যে। সম্প্রতি শেষ হল এর শ্যুটিং। 
 

Advertisement
'মুখোশ'-এর নেপথ্য দৃশ্য
  • 4/9

প্রত্যেকটা মুখোশের আড়ালে একটা করে মুখ লুকিয়ে রয়েছে। আর সেই মুখ কারও  ক্ষেত্রে ভালো হলেও অনেকের ক্ষেত্রে খারাপ। এমনই একটি মুখোশের আড়ালের গল্প গাঁথা হয়েছে এই সিরিজে। 
 

'মুখোশ'-এর নেপথ্য দৃশ্য
  • 5/9

একটি খুন। আর সেই খুনেরই রহস্যভেদ করতে শুরু হয় অভিযান। তারপরই গল্প এগোয়...

'মুখোশ'-এর নেপথ্য দৃশ্য
  • 6/9

এই সিরিজে অভিনয় করেছেন অনেক চেনা মুখ। তবে সবচেয়ে চমক দেবে সিধুর অভিনয়। একজন সিবিআই অফিসারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এর আগেও 'সোয়েটার' ছবিতে শ্রীলেখা মিত্রের বিপরীতে অভিনয় করে সকলের মন জিতেছিলেন তিনি।
 

'মুখোশ'-এর নেপথ্য দৃশ্য
  • 7/9

 সেই সঙ্গে রয়েছেন অবন্তিকা বিশ্বাস। এর আগে পাভেল পরিচালিত 'রসগোল্লা' ছবিতে অভিনয় করে যথেষ্ট জনপ্রিয় তিনি। এই সিরিজে মৌরী চরিত্রে অভিনয় করছেন অবন্তিকা।  

Advertisement
'মুখোশ'-এর নেপথ্য দৃশ্য
  • 8/9

এছাড়াও দিব্যেন্দু শেখর দাস,লামা, তমাল রায় চৌধুরী ও  আরও অনেকে অভিনয় করেছেন এখানে।

'মুখোশ'-এর নেপথ্য দৃশ্য
  • 9/9

চিত্রগ্রহণের দায়িত্ব সামলেছেন পার্থ রক্ষিত। ফ্লিক্সবাগ ওটিটি প্ল্যাটফর্মে খুবই শীঘ্রই স্ট্রিমিং শুরু হবে 'মুখোশ'-এর। 

Advertisement