বছরের শুরুতেই ব্যোমকেশ বক্সী (Byomkesh Bakshi) বেরিয়ে পড়েছেন নতুন সত্যের অন্বেষণে। সাতের দশকের অশান্ত রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটে যায় এক দুর্ঘটনা। মারা গেলেন এক পাকিস্তানের যুবতী আর ফের সেই সত্যের অনুসন্ধানে ছদ্মবেশে বেরিয়ে পড়লেন ব্যোমকেশ। প্রায় এক বছর পর OTT প্ল্যাটফর্মে আসছেন মিস্টার বক্সী। সিরিজের ষষ্ঠ সিজন 'মগ্ন মৈনাক' (Magno Mainak)- র ট্রেলার নতুন বছরের প্রথম রবিবার প্রকাশ্যে।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের (Sharadindu Bandyopadhyay) গল্প 'মগ্ন মৈনাক' অবলম্বনে এইবার পরিচালনা করেছেন সৌমিক হালদার ও চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু। ব্যোমকেশ বক্সীর ভূমিকায় ২০১৭ সালে প্রথম ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে (Anirban Bhattacharya)। এই বছর ফের 'হইচই'-এ দর্শকেরা দেখতে পাবেন তাঁকে। সত্যবতীর ভূমিকায় অভিনয় করছেন ঋদ্ধিমা ঘোষ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দর্শনা বণিক, সুপ্রভাত দাস, কৃষ্ণেন্দু দেওয়ানজী, দেব শংকর হালদার, উজান চট্টোপাধ্যায়, সৌমেন ভট্টাচার্য, শাওন ও অন্যান্যদের।
এর আগে ২০০৯ সালে স্বপন ঘোষালের পরিচালনায় বড় পর্দায় মুক্তি পেয়েছিল 'মগ্ন মৈনাক'। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে এই প্রথম আসছে গল্পটি। দর্শনা বণিক ওরফে গল্পের হিনা মল্লিকের রহস্য মৃত্যুকে ঘিরে দাঁড়িয়ে আছে মূল গল্প এবং তাঁর মৃত্যু রহস্য বের করতেই সঙ্গী অজিতকে নিয়ে মাঠে নেমে পড়েন ব্যোমকেশ। এই সিরিজেও যথেষ্ট ধরা পড়েছে ব্যোমকেশ - সত্যবতীর প্রেম।
আরও পড়ুন: মিষ্টি প্রেমের গল্প নিয়ে আসছে 'প্রেম Tame', প্রকাশ্যে ছবির ট্রেলার
'মগ্ন মৈনাক'-র টিজার, ট্রেলার সামনে আসার পর থেকেই পরিপাটি চুল, ধুতি-পাঞ্জাবি ও কালো ফ্রেমের চশমা পরা ব্যোমকেশ অনির্বাণ, ইতিমধ্যে নজর কেড়েছে সকলের। অন্যদিকে দর্শনা বণিকের মোহময়ী অবতারও দেখা যাচ্ছে ট্রেলারের বিভিন্ন ফ্রেমে।
এর আগে ব্যোমকেশ বক্সীর ওয়েব সিরিজের পাঁচটা সিজিনই যথেষ্ট সাফল্য পেয়েছে। ইতিমধ্যে ট্রেলার দেখে বোঝা যাচ্ছে সিরিজের বিভিন্ন সিনে থাকবে রহস্যের জট। আগামী ৮ জানুয়ারি থেকে 'হইচই'-র প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে ব্যোমকেশের এই সিজন।