scorecardresearch
 

Feluda Pherot Review: মাস্টার কার্ড টোটা, বাঁধা ছকের বাইরে সৃজিতের 'ফেলুদা' ম্যাজিক

প্রথমবার বোধহয় সৃজিতের সোশাল সমালোচকরাও স্বীকার করেছেন চিত্রনাট্য ঠিক হাতে পড়েছে। অনেকেই জানিয়েছেন, সৃজিতের 'ফেলুদা' কে যেন তাঁরা বইয়ের পাতা থেকেই উঠে আসতে দেখলেন। 'ফেলুদা যেন বইয়ের পাতা থেকে জীবন্ত হয়ে উঠেছে পর্দায়।'  

Advertisement
দর্শকের ফেলুদা নস্টালজিয়া উস্কে দিয়েছেন সৃজিত। দর্শকের ফেলুদা নস্টালজিয়া উস্কে দিয়েছেন সৃজিত।
হাইলাইটস
  • টোটা 'ফেলুদা' রায়চৌধুরীকে যেন সত্যজিতের বইয়ের পাতা থেকে তুলে এনেছেন
  • ফেলুদা হিসেবে নিজের গ্রহণযোগ্যতাকে প্রমাণ করলেন টোটা
  • সৃজিত শৈলী অব্যাহত সিরিজের ছত্রে ছত্রে

বাংলা সিরিজ- ফেলুদা ফেরত

পরিচালক- সৃজিত মুখোপাধ্যায়

অভিনয়- টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, কল্পন মিত্র, খরাজ মুখোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, ঋষি কৌশিক

রেটিং- ৪/৫

ফেলুদা ফেরত' সিরিজ দিয়েই বড়দিনে ফের ফেলুদা ফিরলেন সিনেপ্রেমীদের কাছে। 'ছিন্নমস্তার অভিশাপ' গল্প নিয়ে তৈরি সৃজিত মুখোপাধ্যায়ের ফেলুদা একঘেয়ে নিউ নর্মাল জীবনে যেন ফের এক টুকরো অ্যাডভেঞ্চার নিয়ে এল। ওয়েব সিরিজের ট্রেলারেই কিছুটা বোঝা গিয়েছিল টোটা 'ফেলুদা' রায়চৌধুরীকে যেন সত্যজিতের বইয়ের পাতা থেকে তুলে এনেছেন পরিচালক। বড়দিনে সেই অপেক্ষারই অবসান হল। 

সত্যজিৎ-সৃষ্ট এ গল্পের কাহিনী প্রায় সকলেরই জানা। তবে বাঙালির আবেগ বুঝে ওয়েবের পর্দায় যেভাবে প্রদোষ চন্দ্র মিত্র-কে ফেরত এনেছেন সৃজিত, তাতে এটা স্পষ্ট টেলিপ্যাথির জোর আছে। অভিনয়, সংলাপ, ফেলুদার ক্ষুরধার চাহনিতে টোটা রায়চৌধুরী নিখুঁত। তবে টোটাকে ফেলুদা হিসেবে নির্বাচন ঘিরে কম সমালোচনার মুখে পড়তে হয়নি পরিচালক সৃজিতকে। একথা স্বীকার করেছেন টোটা নিজেও। যদিও সে সব ট্রোলে জল ঢেলে প্রমাণ করেছেন ফেলুদা হিসেবে নিজের গ্রহণযোগ্যতাকে। 

'ফেলুদা ফেরত'-এর বড় আকর্ষণ ছিল জটায়ু। অনির্বাণ চক্রবর্তী সে চরিত্রে যথাযথ। জটায়ুর ইংরেজিতে ফোনালাপ, কার্লভার্টে বাঘ দেখে ছ: বলা, সেসব আশা পূরণ করেছে ফেলুদাপ্রেমীদের। কল্পন 'তোপসে' মিত্রও যথাযথ। আর তিন জনের অনস্ক্রিন কেমিস্ট্রিও মন ছুঁয়ে গিয়েছে সকলের। ব্যারিস্টার মহেন্দ্র চৌধুরীর ভূমিকায় ধৃতিমান চট্টোপাধ্যায় অনবদ্য, বীরেন্দ্র কারান্ডিকারের ভূমিকায় ঋষি কৌশিকও বেশ মানানসই। উৎপল দত্ত অভিনীত আইকনিক 'মগনলাল মেঘরাজ' চরিত্রটিকেও নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন খরাজ মুখোপাধ্যায়। 

ফেলুদা ফেরত-সিরিজের একটি দৃশ্য।

সিরিজের সিনেমাটোগ্রাফি, চরিত্রদের লুক সবটাই খুব যত্ন নিয়ে তৈরি করেছে টিম। এক দৃশ্য থেকে অন্য দৃশ্যের যাওয়ার মধ্যেই সৃজিত শৈলী অব্যাহত। তবে সেই বাংলা ছবি বা সিরিজের চিরাচরিত এক সমস্যা ভিএফএক্স। রয়্যাল বেঙ্গল টাইগার দেখে ভ্রু কুঁচকে যাবেই। সঙ্গীত ও আবগে সত্যজিৎ ম্যাজিক না থাকলেও সম্পূর্ণ নিজস্বতায় দর্শককে নতুন কিছু দেওয়ার আপ্রাণ চেষ্টা রয়েছে। তাই বা কম কীসে! 

Advertisement

প্রথমবার বোধহয় সৃজিতের সোশাল সমালোচকরাও স্বীকার করেছেন চিত্রনাট্য ঠিক হাতে পড়েছে। অনেকেই জানিয়েছেন, সৃজিতের 'ফেলুদা' কে যেন তাঁরা বইয়ের পাতা থেকেই উঠে আসতে দেখলেন। 'ফেলুদা যেন বইয়ের পাতা থেকে জীবন্ত হয়ে উঠেছে পর্দায়।'  তবে কিছুটা যে খামতি রয়েছে তা এড়িয়ে যাওয়া যায়। সে কথায় না এসে বলা ভাল সেই রেশ পরিচালকের মুন্সিয়ানায় পরবর্তী গল্পে থাকবে না, সেই আশাতেই রয়েছে ফেলুদা ভক্তেরা।

Advertisement