Montu Pilot 3: নীলকুঠির রাজা মন্টু পাইলটের জীবনে ফিরছে ভ্রমর! নতুন সিজনে নতুন চরিত্রের এন্ট্রি

New Bengali Web Series: নানা প্রশ্ন রেখে শেষ হয়েছিল সিজন ২। বোঝা গিয়েছিল তৃতীয় সিজন আসবে। অপেক্ষায় ছিলেন সকলে। এবার আসছে 'মন্টু পাইলট' সিজন ৩'। ২১ জানুয়ারি পর্দার 'মন্টু', সৌরভ দাসের জন্মদিন। বিশেষ দিনে সামনে এল চরিত্র লুক।

Advertisement
নীলকুঠির রাজা মন্টু পাইলটের জীবনে ফিরছে ভ্রমর! নতুন সিজনে নতুন চরিত্রের এন্ট্রি  'মন্টু পাইলট ৩'-র চরিত্র লুক (ছবি: সংগৃহীত)

২০১৯ সালের একেবারে শেষে স্ট্রিমিং শুরু হয় দেবালয় ভট্টাচার্য পরিচালিত 'হইচই'-র ওয়েব সিরিজ 'মন্টু পাইলট'। এই সিরিজের পর ওয়েব দুনিয়ায় আরও পাকাপাকি জায়গা করে নেন অভিনেতা সৌরভ দাস। প্রথম সিজনের চূড়ান্ত সাফল্যের প্রায় আড়াই বছর পর আসে 'মন্টু পাইল্ট'-র সিজন ২। এই সিজনেও ছক্কা হাঁকায় মন্টু ও টিম। নতুন লুকে সামনে আসে মন্টু। মাথায় টাক, সেলাইয়ের মোটা দাগ, সেই সঙ্গে চোখের চাহনিতেই যেন জ্বলন্ত প্রতিশোধের গল্প ছিল। নীলকুঠির রাজকুমার মন্টু পাইলট হয়ে ওঠে সেখানকার রাজা। নানা প্রশ্ন রেখে শেষ হয়েছিল সিজন ২। বোঝা গিয়েছিল তৃতীয় সিজন আসবে। অপেক্ষায় ছিলেন সকলে। এবার আসছে 'মন্টু পাইলট' সিজন ৩'। 
 
২১ জানুয়ারি পর্দার 'মন্টু', সৌরভ দাসের জন্মদিন। বিশেষ দিনে সামনে এল চরিত্র লুক। সিজন ২-তে মুখ্য চরিত্রে সৌরভ ছাড়া ছিলেন রাফিয়াথ রশিদ মিথিলা। সিজন ১-এ ভ্রমরের সঙ্গে দেখা হওয়ার পর জীবন বদলেছিল মন্টুর। এই চরিত্রে অভিনয় করেছিলেন শোলাঙ্কি রায়। তবে সিজন ২-তে শোলাঙ্কি ছিলেন না। তবে এবার ভ্রমর হয়ে ফিরছেন শোলাঙ্কি। এই সিরিজে 'বিবি জান' চরিত্রে বারবার নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছিলেন চান্দ্রেয়ী ঘোষ। নীলকুঠিতে তাঁর 'রাজ' চললেও রয়েছে মুক্তি না পাওয়ার যন্ত্রণা। এবারও বিবি জান রূপে থাকছেন চান্দ্রেয়ী। 

এছাড়াও আগমন হচ্ছে আরও দুই গুরুত্বপূর্ণ চরিত্রের। জাহাঙ্গী রূপে থাকবেন কিউ। এই সিজনের প্রধান খলনায়ক তিনি। অন্যদিকে 'মন্টু পাইল্ট' ফ্রাঞ্চাইজিতে আগমন হচ্ছে নতুন চরিত্রের। কালিন্দী চরিত্রে থাকবেন পার্নো মিত্র। জানা যাচ্ছে, সব ঠিক থাকলে এবছর দোলযাত্রায় স্ট্রিমিং হবে 'মন্টু পাইলট ৩'। এখনও সিরিজের শ্যুটিং চলছে। 

প্রসঙ্গত, 'মন্টু পাইলট'-র গল্প মূলত মন্টুকে নিয়ে। যার ছোটবেলায় স্বপ্ন ছিল একজন বিমানচালক অর্থাৎ 'পাইলট' হওয়ার। তার মা তাকে নীলকুঠির রেড-লাইট এলাকা থেকে বের করে আনার জন্য সব রকম চেষ্টা করেও, ব্যর্থ হয় এবং তার পরিণতি হয় ভয়ানক। যৌনকর্মীদের পরিবহনকারী হয় সে। আবেগ, অনুভূতি ও প্রেমহীন মন্টুর জীবন বদলে যায়, ভ্রমরের সঙ্গে তার দেখা হওয়ার পর থেকে। বারবার নীলকুঠির অন্ধকার গলি থেকে বেরতে চায় সে। নতুন সিজনে কোন দিকে এগোয় গল্প তা জানা যাবে খুব শীঘ্রই। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement